উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আলোর উৎসবে সকলের অন্ধকার দূর করে মা বিরাজ করেন ভক্তের মনে, বাসনায়। সেজে উঠেছে নৈহাটির বড় মা। দণ্ডি কেটে চলছে প্রার্থনা। ১০২ বছরে পা দিল এই ঐতিহ্যবাহী পুজো। নৈহাটির(Naihati) বড়মা কালীর ইতিহাস প্রায় এক শতাব্দী পুরনো। ১৯২৩ সালে শুরু হয়েছিল এই পুজো। যুবক ভবেশ চক্রবর্তী নবদ্বীপে দেবী কালীর মহিমা দেখে স্বপ্ন দেখার পর অনুপ্রাণিত হয়ে এই বিশাল ২১ ফুট উঁচু প্রতিমাটি তৈরি করেন। গঙ্গাপাড়ের শহর নৈহাটিতে চলছে কালীপুজোর প্রস্তুতি। আর এই পুজোতে শুধু স্থানীয় নয়, দূর-দুরান্ত থেকে ভক্তের ভিড় হয় মন্দিরে। মাকে দর্শন করতে ছুটে আসেন ভক্তরা। ভক্তদের বিশ্বাস বড়মার কাছে ভক্তি ভরে কিছু চাইলে মা ফেরায় না। রাতেই বড়মাকে পড়ানো হয়েছে ৭০ ভরি সোনার গহনা ও ১৫০ কেজি রুপোর অলংকার। দীপান্বিতা অমাবস্যার রাতে ঠিক ১২ টায় শুরু হবে মূল পুজো। পুজো উপলক্ষে নৈহাটির(Naihati) মন্দির জুড়ে কড়া নিরাপত্তা দেখা গিয়েছে। পুজোয় বড়মার ভোগে থাকবে পোলাও, খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, তরকারি, লুচি, চাটনি ও পায়েস। আগামী কয়েক দিন থেকে বড়মাকে ঘিরে উৎসবে মেতে থাকবেন নৈহাটিবাসী। তারপর অঞ্জলি শেষে হবে প্রসাদ বিতরণ।














