১০ বছরের শিশুকে বিমানবন্দরে রেখে ছুটি কাটাতে ফ্লাইটে উঠলেন বাবা-মা, তারপর…

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিমানবন্দরে এসে বাবা-মা জেনেছিলেন তাঁদের ১০ বছরের ছেলের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাই বলে তাঁরা উড়ানযাত্রা মিস করবেন? না। অভিযোগ, ১০ বছরের ছেলেকে বিমানবন্দরে রেখেই তাঁরা উড়ে গিয়েছেন তাঁদের গন্তব্যে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে স্পেনের বার্সেলোনা বিমানবন্দরে। লিলিয়ান নামে বিমানবন্দরের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলার এই ঘটনা ফাঁস করেছেন সোশ্যাল মিডিয়ায়। তার পরেই নেটিজ়েনদের ক্ষোভের মুখে পড়েছেন ওই বাবা-মা।

লিলিয়ান জানিয়েছেন, টার্মিনালে ছেলেটিকে একা বসে থাকতে দেখেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। পুলিশকে সে জানিয়েছিল, তার বাবা-মা ইতিমধ্যেই বিমানে উঠে পড়েছেন। তাঁরা অন্য এক দেশে যাচ্ছেন বেড়াতে। সে অপেক্ষা করছে এক আত্মীয়ের জন্য, যিনি তাকে তাঁর বাড়িতে নিয়ে যাবেন।

এই কথা শুনে হতবাক হয়ে গিয়েছিল পুলিশ। সঙ্গে সঙ্গে শিশুটির বাবা-মা যে বিমানে উঠেছেন, তার পাইলটকে ফোন করা হয়। বিমান থেকে নামিয়ে আনা হয় তাঁদের লাগেজ। এর পরে ওই দম্পতিকে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী এক থানায়। সেখানেই ছিল তাঁদের ছেলে। থানায় নিয়ে গিয়ে ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিমানবন্দর পুলিশ বিমান থেকে দম্পতির লাগেজ সরিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনার সাথে জড়িত কোনও গ্রেপ্তার করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

পুলিশকে তাঁরা জানান, তাঁদের ছেলের স্প্যানিশ পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। প্রয়োজনীয় ভিসাও ছিল না। তাই তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি। এই অবস্থায় নিজেদের টিকিট নষ্ট করতে চাননি তাঁরা। তার বদলে শিশুটিকে তাঁরা বিমানবন্দরেই রেখে উড়ে যেতে চেয়েছিলেন। তাঁরা আরও জানান, এক আত্মীয়কে তাঁরা ফোন করেছেন। তিনি এসে তাঁদের ছেলেকে বিমানবন্দর থেকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য।

লিলিয়ান জানিয়েছেন, তাঁর মতো পুলিশও ওই দম্পতির ব্যাখ্যা শুনে হতবাক হয়ে গিয়েছিল। লিলিয়ান বলেছেন, ‘আমি একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার। আমি অনেক কিছুই দেখেছি। কিন্তু এই ঘটনা একেবারে অবিশ্বাস্য। আমি আমার সন্তানকে এ ভাবে রেখে যাওয়ার কথা ভাবতেও পারি না।’

তবে বিমানবন্দরে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে জার্মানির স্টুটগার্ট বিমানবন্দরে এক পাঁচ বছরের শিশুকে ফেলে রেখে উড়ে গিয়েছিলেন এক দম্পতি।

আরও পড়ুন:- লো ব্লাড প্রেশারও বিপজ্জনক, হঠাৎ প্রেশার কমে গেলে কী করবেন? জেনে রাখুন

আরও পড়ুন:- লোকসভায় পাশ নয়া আয়কর বিল, কোন কোন ক্ষেত্রে বদল? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন