১০ বছর হলেই খোলা যাবে ব্যাংক অ্যাকাউন্ট, মিলবে ATM ! নির্দেশিকা RBI-র

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : এই প্রথমবার মাত্র ১০ বছর বয়সেই এবার ছেলেমেয়েরা নিজেদের নামে ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account) খুলতে পারবে। হ্যাঁ, তাও আবার অভিভাবকের অনুমতি ছাড়াই। গত সোমবার এই বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ছোটরাও এবার থেকে অর্থনৈতিক সিদ্ধান্তে সক্রিয় হয়ে উঠতে পারবে।

আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন

RBI-র নতুন নির্দেশিকায় কী কী বদল আসলো?

আগে ১৮ বছর পূর্ণ না হলে কোন নাবালক বা নাবালিকা নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারত না, এমনকি অভিভাবক ছাড়া। কিন্তু এখন থেকে ১০ বছর বা তার বেশি বয়স হলেই তারা নিজের নামে সেভিংস বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবে। 

এমনকি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাবা-মা বা অভিভাবকের কোনো রকম অনুমতিও প্রয়োজন পড়বে না। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে এটিএম কার্ড, চেক বই, ইন্টারনেট ব্যাংকিং এর মতো সমস্ত সুবিধাও পাওয়া যাবে।

তবে কিছু শর্ত মানতে হবে..

তবে ভারতীয় রিজার্ভ ব্যাংকে যে সব স্বাধীনতা একেবারে উগড়ে দিয়েছে তেমনটা নয়। RBI কিছু সার্কুলার জারি করেছে। সেখানে স্পষ্ট বলা রয়েছে, প্রতিটি ব্যাংক তাদের নিজস্ব রিক্স ম্যানেজমেন্ট পলিসি অনুযায়ী ঠিক করবে যে, ওই নাবালক অ্যাকাউন্টে ঠিক কত টাকা রাখতে পারবে বা তুলতে পারবে।

এমনকি অ্যাকাউন্ট খোলার সময় সমস্ত শর্ত স্পষ্টভাবে জানাতে হবে ওই গ্রাহককে। পাশাপাশি অ্যাকাউন্টে যেন সবসময় ক্রেডিট ব্যালেন্স থাকে এবং অতিরিক্ত টাকা তোলা না হয়, সেই ব্যাপারে নজরদারি রাখতে হবে।

১লা জুলাইয়ের মধ্যেই বদল আনবে RBI

ভারতীয় রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে, চলতি বছরের ১লা জুলাইয়ের মধ্যেই সমস্ত ব্যাংকগুলিকে নিজেদের নীতিমালায় এই পরিবর্তন আনতে হবে। আর এই নীতিমালা তৈরি করতে না চাইলে পুরনো নীতিগুলোকে সংশোধন করতে হবে।

আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন