Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাত্র কয়েক বছরের মধ্যে মাল্টিব্যাগার পেনি স্টক হিসাবে উঠে এসেছে আয়ুশ ফুড অ্যান্ড হার্বস। গত তিন বছরে বিপুল রিটার্ন দিয়েছে এই সংস্থার স্টক। তার পর থেকেই লগ্নিকারীদের নজর রয়েছে এই সংস্থার শেয়ারে। স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, গত তিন বছরে ৩ হাজার ১৭৩ শতাংশ রিটার্ন দিয়েছে এই পেনি স্টক। এর জেরে বছর তিন আগে যারা ১০ লক্ষ টাকা রেখেছিলেন এই স্টকে, তাঁরা রিটার্ন পাচ্ছেন ৩ কোটি ২০ লক্ষ টাকারও বেশি।
আয়ুশ ফুড অ্যান্ড হার্বসের স্টকের দাম হয়েছিল ৫৯.৯০ টাকা। যদিও শুক্রবার তা সামান্য কমে হয়েছে ৫৮.২৫ টাকা। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এই স্টকের দাম ছিল মাত্র ১.৮৩ টাকা। অর্থাৎ তিন বছরে এই স্টকের দাম বেড়েছে ৩১ গুণের বেশি।
গত তিন বছর ধরে এই সংস্থার স্টকের দাম শুধুই বাড়েনি। বাজারে অস্থির পরিস্থিতির জেরে এই স্টকও ধাক্কা খেয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে এই স্টকের দাম ১৩৮ টাকায় পৌঁছে গিয়েছিল। সেখান থেকে অনেকটা দাম পড়েছে এই স্টকের। কিন্তু পতনের ধাক্কা কাটিয়েও বিপুল রিটার্ন মিলেছে এই স্টক থেকে। গত এক মাসে এই সংস্থার শেয়ার দর ৩২.৮১ শতাংশ কমলেও, গত সপ্তাহে এই স্টকের প্রাইস প্রায় ২ শতাংশ বেড়েছে। গত ৬ মাসে তা বেড়েছে ১৩১ শতাংশ। গত এক বছরে এই স্টকের দাম বেড়েছে ৭২৯ শতাংশ। গত তিন বছরে তা বেড়েছে প্রায় ৩ হাজার ১৭৩ শতাংশ। গত পাঁচ বছরে এই স্টকের দাম বেড়েছে সাড়ে চার হাজার শতাংশের বেশি।
স্টকের দামের পাশাপাশি আয়ুশ ফুড অ্যান্ড হার্বসের ফিনান্সিয়াল পারফরম্যান্সও ভালো হয়েছে চলতি অর্থবর্ষের শেষ কোয়ার্টারে। ২০২৪-২৫ অর্থবর্ষের অক্টোবর থেকে ডিসেম্বর কোয়ার্টারে এই সংস্থার রেভিনিউ এবং নেট প্রফিট বেড়েছে।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)