Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : কোনো ডিজাইন , ঝাঁট দেওয়াকেও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করেছিল। করোনার তৃতীয় ঢেউতে সকলে প্রায় ঘরবন্দি, ঠিক তখন ফেসবুক জুড়ে ফের নতুন ট্রেন্ডের আবির্ভাব। ফেসবুক খুলে চোখে পড়ছে চার অঙ্কের একটি সংখ্যা-১১৭৬। তার সাথে সঙ্গে লেখা হরে কৃষ্ণ। সবাই ওয়ালে লিখছেন এসব। কেউ আবার না বুঝেই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন।
করোনার দাপাদাপিতে আবার সকলে প্রায় ঘরবন্দি। ল্যাপটপ-মোবাইলে মুখ গুঁজে কেটে যাচ্ছে সময়। সোশ্যাল মিডিয়ায় হাজির ইচ্ছেপূরণের চাবিকাঠি ! অন্তত তেমনটাইদাবি করছেন নেটিজেনরা। ১১৭৬ হরে কৃষ্ণ শব্দটা নাকি এক আশ্চর্য প্রদীপ। সোশ্যাল মিডিয়ায় নাকি এই শব্দবন্ধ লিখলে হয়ে যাচ্ছে ইচ্ছেপূরণ। কেউ কেউ অবশ্য মানতে রাজি নয়। তবে আমরা চ্যানেলের তরফে এই দাবির সত্যতা যাচাই করে দেখা হয়নি।
আসলে ১১৭৬ নম্বরটি হল ‘অ্যাঞ্জেল’ নম্বর ৷ এই নম্বর ‘উইশ’ বা মনের ইচ্ছে পূরণ করার ক্ষমতা রাখে। এই সংখ্যা এবং শব্দবন্ধ লিখে কেউ যদি মনের ইচ্ছা জানায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই নাকি সেই ইচ্ছা পূরণ হয়। এই ধারণা থেকেই সোশ্যাল মিডিয়ার ওয়াল ভরে গিয়েছে শব্দ বন্ধে। ইচ্ছেপূরণের চাবিকাঠি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেদার চলছে হাসিঠাট্টা। অনেকে পোস্ট করছেন, তাদের কটাক্ষ করতে ছাড়ছেন না নেটিজেনরা।
কিন্তু ‘ইচ্ছেপূরণের চাবিকাঠি’ নম্বর নিয়ে হাসিঠাট্টা করতে রাজি নন অনেকে। তাঁদের দাবি, জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি অনুযায়ী ১১৭৬ নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাঞ্জেল নম্বর। সংখ্যা তত্ত্বের বিশেষজ্ঞরা বলছেন, “বেশকিছু নম্বর আছে যাদের বিশেষ ধরনের ক্ষমতা আছে। যে নম্বর গুলো দেখলে বা মন্ত্রোচ্চারণের মতো করে পড়লে জীবনে কিছু ভাল ঘটনা ঘটে। মনস্কামনা পূর্ণ হয়। ওই সংখ্যা সারাদিন জপ করে মনের ইচ্ছের কথা বলতে হয়। তবে আবারও বলছি , এই বিষয়ের চ্যানেলের তরফে আমরা কোনো সমর্থন করি না।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল