Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতে ১১ কোটির বেশি প্যান কার্ড বাতিল হয়েছে প্যান আধার লিংক না করানোর জন্য? এমনই এক খবর এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে জানতে পাওয়া যাচ্ছে। আয়কর বিভাগ (Income Tax Department) ২০২৩ সাল থেকেই ঘোষণা করেছে যে, PAN কার্ড ও Aadhaar কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। যারা এখনও এটি করেননি, তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে বা যে কোনো সময় নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে।
প্যান কার্ড আধার কার্ড লিংক ২০২৫
বর্তমানে ১১ কোটির PAN কার্ড নিষ্ক্রিয় হয়েছে শুধুমাত্র আধারের সঙ্গে সংযুক্ত না থাকার কারণে। আর এর ফল হতে পারে বড় ধরনের আর্থিক ঝামেলা! এই সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের জানিয়ে দিতে চলেছি যাতে এই সমস্যা হওয়ার আগে সকলের ঝামেলা এড়িয়ে যেতে পারে এবং এতে কোন ধরণের যাতে সমস্যা না হয়।
প্যান কার্ড নিষ্ক্রিয় হলে কী কী সমস্যায় পড়বেন?
আপনার PAN নিষ্ক্রিয় হলে আপনি আর ITR জমা দিতে পারবেন না। এটি আইনত অপরাধের মধ্যে পড়ে এবং এর জন্য মোটা অঙ্কের জরিমানা হতে পারে। নতুন ব্যাংক একাউন্ট খোলা, বড় অঙ্কের লেনদেন FD, RD বা ইনভেস্টমেন্টের সময় PAN বাধ্যতামূলক। নিষ্ক্রিয় PAN এর কারণে এই সব ক্ষেত্রেই ঝামেলা হবে। আপনি যদি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে PAN Aadhaar না লিঙ্ক থাকলে Demat Account বন্ধ হতে পারে।