১২ পয়সার এই স্টকে ১ লক্ষ টাকার লগ্নি বেড়ে হয়েছে ৩.৩২ কোটি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গত কয়েক মাসে দেশের শেয়ার বাজার ব্যাপক অস্থিরতার সম্মুখীন হয়েছে। ট্রাম্প ট্যারিফ, পশ্চিম এশিয়ায় সংঘাতের মতো একাধিক ফ্যাক্টর প্রভাবিত করেছে দালাল স্ট্রিটকে। এর জেরে একাধিক স্টকের দাম কমেছে। বাজারের এ রকম পরিস্থিতি হলে নির্ভরযোগ্য স্টক খোঁজার কাজ বেশ কঠিন হয়ে যায় লগ্নিকারীদের কাছে। কিন্তু শেয়ার বাজারে এমন অনেক স্টক আছে, যেগুলি গত কয়েক মাসে ভালো পারফরম্যান্স না করলেও দীর্ঘমেয়াদে দিয়েছে আকর্ষণীয় রিটার্ন। আবার ওই সমস্ত স্টকের দাম কম হওয়ায় লগ্নির খরচও বেশি নয়। এ রকমই একটি পেনি স্টকের কথা জানানো হয়েছে এই প্রতিবেদনে। যে স্টক থেকে গত পাঁচ বছরে মিলেছে মাল্টিব্যাগার রিটার্ন। লক্ষ টাকার লগ্নিকারীদের রীতিমতো কোটিপতি বানিয়েছে এই স্টক।

আরও পড়ুন:- ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে রেলের টিকিট, জুলাই থেকে ৭ নিয়মে বিরাট বদল

হাজুর মাল্টি প্রোজেক্ট লিমিটেড রিয়েল এস্টেট এবং ইনফ্রাস্ট্রাকচার কাজের সঙ্গে জড়িত। ২০২০ সালের জুন মাসে এই সংস্থার শেয়ারের দাম ছিল ১২ পয়সা। বম্বে স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার এই স্টকের দাম হয়েছে ৩৯.৯৩ টাকা। অর্থাৎ গত কয়েক বছরে ৩৩ হাজার ১৭৫ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক। ২০২০ সালে এই সংস্থার শেয়ারে যাঁরা ১ লক্ষ টাকার লগ্নি করেছিলেন। তাঁরা এখন রিটার্ন পাবেন ৩.৩২ কোটি টাকা।

গত পাঁচ বছরে বিপুল রিটার্ন দিলেও গত ৬ মাস ধরে নানা ঘাত-প্রতিঘাত সহ্য করতে হয়েছে এই স্টককে। যার জেরে দামে পতন হয়েছে। গত ৬ মাসে প্রায় সাড়ে ১৭ শতাংশ এবং গত এক মাসে প্রায় ১৫ শতাংশ দাম কমেছে এই স্টকের। তবে গত এক বছরে সাড়ে ১২ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে এই স্টক।

সাম্প্রতিক অতীতে এই স্টকের পারফরম্যান্স যেমন ভালো হয়নি, তেমনই গত অর্থবর্ষের শেষ কোয়ার্টারের ফিনান্সিয়াল রিপোর্টও ছিল দুর্বল। নেট প্রফিট এবং রেভিনিউ উল্লেখযোগ্য মাত্রায় কমেছে। তা সত্ত্বেও শেয়ার প্রতি ২০ পয়সা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এই সংস্থা।

(Bangla News Dunia বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা নেই, নবান্নকে সাফ জানাল কেন্দ্র।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন