১২ লক্ষ ওবিসি বাতিল নিয়ে বিরাট পদক্ষেপ ! সরকার নিল বিরাট সিদ্ধান্ত, দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সামনে ২০২৬ বিধানসভা ভোট, এই ভোটের আগে রাজ্য সরকার নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চায়। তবে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা ঝুলে থাকার কারণে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছেন না। তাই রাজ্য সরকার চাইছে যত দ্রুত সম্ভব ওবিসি মামলার নিষ্পত্তি। তবে কোর্টে বিচারাধীন থাকার কারণে রাজ্য সরকারের কোনরকম হস্তক্ষেপ করতে পারবেন না। তবে সাম্প্রতিক রাজ্য সরকারের তরফে নতুন এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে ওবিসি মামলার সুরাহা করতে চাইছেন। সিদ্ধান্ত অনুযায়ী ওবিসি সার্টিফিকেট মামলায় যে গরমিল ধরা দিয়েছে তার ফলে সমগ্র সার্টিফিকেট বাতিল না করে পুনরায় নতুন সমীক্ষার মাধ্যমে সংশোধন করতে চাইছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে কোর্ট থেকে সীলমোহর প্রদান করা হয়েছে। যা বাস্তবায়িত হলে পুনরায় ওবিসি সার্টিফিকেট গুলি নতুনভাবে সার্ভের মাধ্যমে গঠন করা হবে।

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগে গত বছর ২২ মে কলকাতা হাই কোর্ট রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল (OBC Certificate Case) করার নির্দেশ দিয়েছিল। অভিযোগ উঠেছিল যে রাজ্যে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি। তাই আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে ২০১০ সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। কিন্তু এই নির্দেশ মানতে চায়নি রাজ্য। রাজ্য সরকারের দাবি তারা নির্দিষ্ট নিয়ম মেনেই ওবিসি সার্টিফিকেটগুলি প্রদান করেছেন। তবে কোর্টের তরফে দুর্নীতির অভিযোগ পাওয়ায় সার্টিফিকেটগুলি বাতিল করা হয়েছে।

তাই বর্তমানে রাজ্য সরকার চাইলেও সার্টিফিকেট গুলি বহাল রাখতে পারছেন না। তবে সাম্প্রতিক রাজ্য সরকারের তরফ থেকে ওবিসি সার্টিফিকেট পুনরায় সার্ভের মাধ্যমে সংশোধনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এই প্রস্তাবে কোর্টের তরফ থেকে সম্মতি প্রদান করা হয়েছে। কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে ওবিসি সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে কোন গড়মিল যদি হয়ে থাকে তাহলে তা সংশোধনের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে। এই তিন মাস সময়ের মধ্যে নতুন করে সমীক্ষার মাধ্যমে জেনুইন সার্টিফিকেটধারীদের সার্টিফিকেট প্রদান করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন