Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ১৮৮৪ সালের বিস্ফোরক আইন বাতিল করতে চলেছে কেন্দ্র। ১৪১ বছরের পুরোনো এই আইনের বদলে একটি নতুন বিস্ফোরক আইন আনতে চায় মোদী সরকার। এই লক্ষ্যে একটি খসড়া বিস্ফোরক বিল, ২০২৪ প্রস্তাব করেছে কেন্দ্র। এই খাতে ইজ় অফ ডুইং বিজ়নেস অর্থাৎ, ব্যবসা করার সুবিধা আরও বৃদ্ধি করার লক্ষ্যেই এই নয়া আইন আনার কথা ভাবা হচ্ছে।
নয়া আইনে জরিমানা বৃদ্ধি এবং লাইসেন্স প্রদানের প্রক্রিয়া সহজতর করার প্রস্তাব দেওয়া হয়েছে। শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগের (DPIIT) পক্ষ থেকে এই বিষয়ে জনসাধারণের পরামর্শ চাওয়া হয়েছে।
প্রস্তাবিত বিস্ফোরক বিল, ২০২৪-এ বলা হয়েছে নতুন আইনের অধীনে লাইসেন্স প্রদান, স্থগিত বা বাতিল করার এবং অন্যান্য কিছু কাজ সম্পাদনের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ নির্ধারণ করবে কেন্দ্রীয় সরকার। বর্তমানে যে কোনও বিস্ফোরক তৈরি, দখলে রাখা, ব্যবহার করা, বিক্রয়, আমদানি এবং রপ্তানির জন্য লাইসেন্স প্রদান করে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগের অধীনস্ত পেট্রোলিয়াম ও বিস্ফোরক সুরক্ষা সংস্থা (PESO)।
আরও পড়ুন:- বিরাট সুখবর! অবশেষে বকেয়া ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা।
বিস্ফোরকগুলির মধ্যে রয়েছে বারুদ, নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লাইকল, ডাই-নাইট্রো-টলুইন এবং পিক্রিক অ্যাসিড।
নতুন বিলে আরও প্রস্তাব করা হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য কত পরিমাণ বিস্ফোরক তৈরি, দখলে রাখা, বিক্রয়, পরিবহন, আমদানি বা রপ্তানি করা যাবে, তা নির্ধারণ করবে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ।
প্রস্তাব অনুযায়ী, যদি কোনও লাইসেন্সধারী কোনও এই আইনের কোনও বিধান লঙ্ঘন করে কোনও বিস্ফোরক পদার্থ আমদানি বা রপ্তানি করে, তবে খসড়া বিল অনুযায়ী তার তিন বছরের কারাদণ্ড বা ১ লক্ষ টাকা জরিমানা বা দুই দণ্ডই হবে। বর্তমানে বিস্ফোরক আইন লঙ্ঘনের জন্য তিন বছরের কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডই দেওয়া হয়।
একই ভাবে আইন ভেঙে বিস্ফোরক পদার্থ দখলে রাখা, ব্যবহার করা, বিক্রয় বা পরিবহণের জন্য বিলে প্রস্তাবিত দুই বছরের কারাদণ্ড, ৫০,০০০ টাকা জরিমানা বা দুই দণ্ডই দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমান আইনে মাত্র ৩,০০০ টাকা জরিমানা করা হতো।
আরও পড়ুন:- বুধ থেকে শুক্রবার পর্যন্ত বাতিল প্রচুর ট্রেন ! দেওয়া হল তালিকা