১৫ টাকা কেজি দরে চাষিদের কাছ থেকে আলু কিনতে হবে সরকারকে, সিঙ্গুরে দাবি শুভেন্দুর  

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ১৫ টাকা কেজি দরে সরকারকে চাষিদের কাছ থেকে আলু কিনতে হবে। শুভেন্দুর অভিযোগ, আলুর ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। এই দাবিতে চাষিদের নিয়ে আন্দোলনে নামার হুমকি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

বুধবার আলু চাষিদের নিয়ে সিঙ্গুরে সভা করেন শুভেন্দু। চাষিদের এই বিক্ষোভ সমাবেশে শাসক দলকে তুলোধনা করেন বিরোধী দলনেতা। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে চাষিদের উদ্দেশে বলেন, ‘কালীপুজো গেলেই শুরু হবে আলু চাষ। ১২০০ টাকা সার ২৫০০ টাকা হবে। তখন বেচারও (বেচারাম মান্না) দেখা নেই, মমতারও টিকি নেই। এদের দুটো টার্গেট, মুসলিমদের ঠিক রাখো, রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের ঢোকাও আরও এবং ভাতা দিয়ে দাও ভোটের আগে।’

শুভেন্দুর দাবি, ‘পূর্ব বর্ধমান, মেদিনীপুর, হাওড়ায় ন্যায্য মূল্যে ১৫টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে। এই দাবিতে আপনারা আন্দোলন তীব্র করুন। না মানলে কৃষকরা সার্কুলার নিয়ে আদালতে যান। ১৫ টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে, এই দাবিতে আন্দোলন তীব্র করতে হবে।’

এদিন তাঁর বক্তব্যে উঠে আসে সিঙ্গুরে টাটাদের প্রকল্পের প্রসঙ্গ। তিনি বলেন, ‘কারখানা হয়নি, ফসল হয়নি, মাছ চাষও হয়নি। এদিকে টাটাদের কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। শুধু কারখানা নয়, নষ্ট হয়েছে জমি।’ তিনি আরও বলেন, ‘ভারতে মোদি সরকার ১৫ কোটির কাছাকাছি কৃষক পরিবারকে পিএম কিষান সম্মান নিধি দেয়। এই রাজ্যে ৫০ লক্ষ পরিবার পাচ্ছেন, কেন ৮৩ লক্ষ পরিবার পাবে না। দেবে না আসলে। ৩৩ লক্ষকে দেবে না তাই তালিকাই পাঠাচ্ছে না, রেকর্ড দিতে চাইছে না। অধিকাংশ হিন্দু পরিবার তাই এই যোজনা থেকে বঞ্চিত তাঁরা এই রাজ্যে।’

আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন