১৬,০০০ থেকে বেতন বেড়ে ৩৮,০০০ টাকা ! এইসব কর্মীদের জন্যে সেরা খবর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আর চিন্তা নেই। মাস গেলে হাতে আসবে কড়কড়ে মোটা টাকা। এই কর্মীদের জন্য জমিয়ে বেতন বাড়াল রাজ্য সরকার। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার নবান্নের এক বিজ্ঞপ্তি অনুসারে, এই বছরের ১ জানুয়ারি থেকে এই চালকদের মাসিক বেতন বৃদ্ধি পাবে।

আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস

কোন কর্মীদের সোনায় সোহাগা?

জানা গিয়েছে, কন্ট্রাক্ট ড্রাইভারদের বেতন বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ২,৫০০ টাকা বৃদ্ধি পাবে। সেই অনুযায়ী নতুন নিয়োগপ্রাপ্ত সকল ড্রাইভারদের ন্যূনতম বেতন এখন প্রতি মাসে ১৬,০০০ টাকা হবে। এই বেতন বৃদ্ধি চালকের অভিজ্ঞতার উপর ভিত্তি করে করা হবে।

তারা চাকরিতে আরও বছর বাড়ার সাথে সাথে বেতনও বৃদ্ধি পাবে। পৌরসভা এবং বোর্ড সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত চুক্তিবদ্ধ ড্রাইভারদের মাসিক বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিজ্ঞতার ভিত্তিতে বেতনের বিবরণ

৫, ১০, ১৫ এবং ২০ বছর ধরে কাজ করা ড্রাইভারদের জন্য নতুন বেতন স্কেল নিম্নরূপ হবে:

  • ৫ বছরের অভিজ্ঞতা: ২০,০০০ টাকা
  • ১০ বছরের অভিজ্ঞতা: ২৫,০০০ টাকা
  • ১৫ বছরের অভিজ্ঞতা: ৩১,০০০ টাকা
  • ২০ বছরের অভিজ্ঞতা: ৩৮,০০০ টাকা

আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে

অন্যান্য অস্থায়ী কর্মীদের নিয়ে উদ্বেগ

চুক্তিবদ্ধ ড্রাইভারদের বেতন বৃদ্ধিকে স্বাগত জানানো হলেও, অন্যান্য অস্থায়ী কর্মীদের গোষ্ঠী সম্পর্কে উদ্বেগ রয়েছে যারা একই রকম সহায়তা পাননি। এর মধ্যে রয়েছে PHE পাম্প অপারেটর, প্যারা শিক্ষক, ICDS-অঙ্গনওয়াড়ি কর্মী, NSQF বৃত্তিমূলক শিক্ষক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পার্ট টাইম টিচার।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন