১৬ হাজার মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে চীনা সরকার ! চাঞ্চল্যকর তথ্য সামনে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ১৬ হাজার মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে চীনা সরকার ! আবারো উইঘুর মুসলিমদের উপর চীনের অত্যাচার সামনে এলো।  অস্ট্রেলিয়ার এক সূত্র জানিয়েছে যে, চীনে ব্যাপক ভাবে মুসলিমদের উপর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। নতুন এই রিপোর্টে বলা হয়েছে যে, চীনা সেনা আধিকারিকরা শিনজিয়াং প্রান্তে কয়েক হাজার মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আরো জানা গেছে উত্তর পশ্চিম অঞ্চলের বিভিন্ন জায়গায় দশ লক্ষের বেশি উইঘুর এবং অন্য মুসলিমদের ধার্মিক গতিবিধি ছাড়ার জন্য হুমকি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত পরিসংখ্যানগত মডেলিংয়ের উপগ্রহের চিত্রের উপর ভিত্তি করে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট একটি রিপোর্ট জারি করে বলেছে যে, প্রায় ১৬ হাজার মসজিদকে চীনে ধ্বংস করে দেওয়া হয়েছে। সম্প্রতি আরো জানা গেছে বিগত তিন বছরে চীন ধারাবাহিক ভাবে এই কাজ করেছে আর আনুমানিক ৮ হাজার ৫০০ মসজিদ সম্পূর্ণ ভাবে গুড়িয়ে দিয়েছে। যদিও মুখোশের আড়ালে চীন সরকার বলেছে যে, শিনজিয়াংয়ের মানুষদের সম্পূর্ণ ধার্মিক ও মানবাধিকারের স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন দেখা যাচ্ছে। আসছে নানা অমানবিক অভিযোগ।

আরো পড়ুন :- বাল্টিস্তান ও গিলগিটে ভোট ঘোষণা পাকিস্তানের , চরম হুঁশিয়ারি ভারতের

কিন্তু সম্প্রতি গবেষণার বিষয়ে জিজ্ঞাসা করার পর চীনের বিদেশ মন্ত্রালয় জানায়, এই রিপোর্ট কোনও বিশ্ব খ্যাত সংস্থা দ্বারা করা হয়নি, আর চীনের শত্রুরা চীনের বিরুদ্ধে গুজব ছড়িয়ে চীনকে বদনাম করতে চাইছে। চীন বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছিলন, ওই অঞ্চলে প্রায় ২৪ হাজার মসজিদ আছে।

Highlights

1. ১৬ হাজার মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে চীনা সরকার !

2. কয়েক হাজার মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে

#China #উইঘুর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন