১ অগস্ট থেকে UPI-এর একাধিক নিয়মে পরিবর্তন, আপনি জানেন তো?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ডিজিটাল পেমেন্টের সংখ্যা ক্রমশ বাড়ছে ভারতে। এখন বহু লোক ইউপিআই (UPI) ব্যবহার করেন। সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে ১ অগস্ট থেকে ইউপিআই-এর বেশ কিছু নিয়ম বদলে যাবে।

সব ব্যাঙ্ক ও ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের এপিআই সংক্রান্ত গাইডলাইন আসছে। অটো-পে এবং ব্যালেন্স এনকোয়ারি সংক্রান্ত ফিচারে কিছু পরিবর্তন আসবে। অ্যাপের স্টেবিলিটি ও কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই কাজ হবে বলে জানানো হয়েছে।

প্রতিদিনের কেনাকাটার জন্য অনেকেই ইউপিআই পেমেন্ট ব্যবহার করেন। সেই কাজে কোনও পরিবর্তন আসবে না। কিন্তু ব্যালেন্স এনকোয়ারি, লেনদেন সংক্রান্ত তথ্য জানার বিষয়ে গাইডলাইনে নতুন কিছু নিয়ম কার্যকর করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

NPCI- অনুযায়ী, UPI নেটওয়ার্কের মান আরও ভালো করতে এবং পরিষেবা নিয়ে হওয়া সমস্যা দূর করতে এই পদক্ষেপ করা হচ্ছে। ব্যস্ত সময়ে ইউপিআই লেনদেনে অনেকসময়ে হোঁচট খেতে হয়। সেটাও দূর করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন:- বর্ষায় ছাদ, দেওয়াল ড্যাম্প হওয়া থেকে আটকাবেন কীভাবে? জেনে নিন

ব্যালেন্স এনকোয়ারির ঊর্ধ্বসীমা:

সংবাদমাধ্যম সূত্রের খবর, এ বার থেকে প্রতিটি ইউপিআই অ্যাপে প্রতিদিন নির্দিষ্ট বার ব্যালেন্স এনকোয়ারি করা যাবে। কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দিনে ৫০ বার ব্যালেন্স চেক করা যাবে। এপিআই-এর উপর অতিরিক্ত চাপ কমাতে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

লিঙ্ক করা অ্যাকাউন্ট তথ্যের ক্ষেত্রেও:

মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পাওয়ার ক্ষেত্রেও ঊর্ধ্বসীমা থাকছে। সার্ভার যাতে বেশি ভারাক্রান্ত না হয় সেই কারণেই এমন সিদ্ধান্ত।

অটো পেমেন্টের ক্ষেত্রে:

যে যে অটো পেমেন্ট রয়েছে (উদাহরণ: ওটিটি সাবস্ক্রিপশন, SIP) সেগুলি লো-ট্রাফিকের সময়ে করা হবে। অটো পেমেন্টের কাজ দিনের নির্দিষ্ট সময়ে করা হবে।

পেমেন্ট স্ট্যাটাস চেক:

কোনও লেনদেনে যদি সমস্যা হয়। তাহলে সেই পেমেন্টের স্ট্যাটাস চেক করা যাবে ৩ বার। প্রতিবারের মধ্যে ৯০ সেকেন্ডের তফাৎ থাকতে হবে।

আরও পড়ুন:- ভারতে আসছে রোগা হওয়ার সস্তার ওষুধ, এই ওষুধ কিভাবে ব্যবহার করতে হবে এবং কতটা কার্যকরী হবে? জানুন

আরও পড়ুন:- এসব খাবারে কিডনিতে স্টোন তৈরি হয়, কিডনি ভাল রাখতে এই খাবার গুলি এড়িয়ে চলুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন