Bangla News Dunia, Pallab : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আত্মনির্ভর করে তোলার উদ্দেশ্যে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প লক্ষ্মী ভান্ডার প্রকল্প। এই লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সাধারণ পরিবারের মহিলাদের ১০০০ টাকা এবং সংরক্ষণ শ্রেণীর পরিবারের মহিলাদের ১২০০ টাকা সরাসরি ব্যাংক একাউন্টে দেওয়া হয়। তাই আপনি অথবা আপনার পরিবারের কোন মহিলা সদস্য যদি লক্ষী ভান্ডার টাকা পেয়ে থাকেন তবে সাবধান। কারণ লক্ষী ভান্ডার প্রকল্পে এবার নতুন নিয়ম আসতে চলেছে এই নিয়ম অনুযায়ী ১লা এপ্রিল, ২০২৫ থেকে লক্ষী ভান্ডার প্রকল্পের নিয়মে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে।
এই নিয়ম গুলো মেনে না চললে অনেক মহিলা ভাতা থেকে বঞ্চিত হতে পারেন। তাই আগ্রহীরা লক্ষী ভান্ডার থেকে বঞ্চিত হতে না চাইলে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন এবং নতুন নিয়ম গুলো সংশোধন করুন।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন
নতুন নিয়ম:
লক্ষী ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সাস্কৃতিক উন্নয়ন প্রকল্প, যা প্রধানত মহিলাদের ক্ষমতায়ন এবং তাঁদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার গরীব এবং মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্য সরাসরি আর্থিক সাহায্য প্রদান করে। লক্ষ্মীর ভান্ডারের জনপ্রিয়তা বর্তমানে রাজ্যের সীমা পেরিয়ে সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। তবে লক্ষী ভান্ডারে বর্তমানে নতুন কিছু নিয়মে বদল করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী লক্ষীর ভান্ডার প্রাপকদের ব্যাংক একাউন্ট যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে এবং কেওয়াইসি আপডেট না করা থাকে, তাহলে আপনারা আর লক্ষী ভান্ডারের টাকা পাবেন না।
কি করনীয়:
তাই যে সমস্ত লক্ষীর ভান্ডার প্রাপকদের ব্যাংক একাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক অথবা কেওয়াইসি আপডেট করা নেই তারা অবিলম্বে যেকোনো ব্যাংকের শাখায় আধার কার্ড ও পাসবুক নিয়ে যান। এরপর আধার ও মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করুন। আধার এবং মোবাইল নাম্বার ব্যাংক একাউন্ট এর সঙ্গে সংযুক্ত করার পর তা আধার লিঙ্কিং হয়েছে কিনা চেক করুন। আধার লিঙ্ক না হয়ে থাকলে পুনরায় আবেদনপত্র জমা করুন।
নতুন নিয়মে কারা সুবিধা পাবেন:
বর্তমানে লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা যে সমস্ত মহিলারা পাবেন তারা হলেন –
- • একমাত্র যাদের বয়স ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে তারা এই প্রকল্পের সুবিধা পাবে।
- • লক্ষীর ভান্ডার প্রকল্পে অন্তর্গত যাদের নাম আগে থেকেই লক্ষ্মীর ভান্ডারে নথিভুক্ত রয়েছে তারাই একমাত্র এই প্রকল্পের সুবিধা পাবে।
- • লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পাবে।
- • সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর যথা – তপশিলি জাতি ও উপজাতী শ্রেণীর মহিলারা ১২০০ টাকা ভাতা পাবেন।
- • যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা এবং কেওয়াইসি আপডেট করা, তারাই একমাত্র লক্ষী ভান্ডারের ভাতা পাবেন।