১ এপ্রিল থেকে স্বাস্থ্য বীমা চালু করলো LIC. কি কি সুবিধা, কিভাবে আবেদন করবেন? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতীয় জীবন বীমা নিগম তথা LIC গ্রাহকদের জন্য দারুন সুখবর। লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন বীমা পরিষেবার যুক্ত হলো স্বাস্থ্য বীমা তথা LIC Health Insurance. এলআইসি ইতিমধ্যেই এদেশের কোটি কোটি মানুষের কাছে জনপ্রিয় এবং ভরসাযোগ্য একটি নাম। আর সেই কারণেই এটি দেশের বৃহত্তম বীমা সংস্থা আজ। এবার শোনা যাচ্ছে যে জীবন বীমার পাশাপাশি স্বাস্থ্য বীমা খাতেও গ্রাহকদের সার্ভিস দিতে যাচ্ছে এই সংস্থাটি। আর আজই এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানান সংস্থার সি ই ও সিদ্ধার্থ মহান্তি। তার মতে, এই উদ্যোগ গ্রাহকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার পাশাপাশি বীমা খাতেও বড় পরিবর্তন আনবে। কি কি যোগ্যতা লাগবে এলআইসি স্বাস্থ্য বীমার জন্য আবেদন করতে, কিভাবে আবেদন করবেন ইত্যাদি জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

LIC এর স্বাস্থ্য বীমা পরিকল্পনা কী?

LIC-এর স্বাস্থ্যবীমা পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু হলে এটি হবে সংস্থার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। সিদ্ধার্থ মহান্তি জানিয়েছেন, স্বাস্থ্যবীমার চাহিদা সাম্প্রতিক বছরগুলিতে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষত কোভিড-১৯ মহামারির পর, সাধারণ মানুষ স্বাস্থ্যবীমার গুরুত্ব বুঝতে পেরেছে। তাই LIC এবার হাসপাতাল খরচ, চিকিৎসা ব্যয় এবং রোগ সংক্রান্ত কভারেজ বাড়ানোর জন্য একটি নতুন দিশা খুঁজছে। সেই কারণেই LIC একটি স্বাস্থ্যবীমা সংস্থা অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। তবে LIC সরাসরি এই কোম্পানির মালিকানা গ্রহণ করবে না, বরং সংখ্যালঘু অংশীদার হিসেবে যুক্ত থাকবে।

এই নতুন উদ্যোগের ফলে LIC আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে পারবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তা আরও দৃঢ় হবে। বিশেষ করে মেডিকেল ইমার্জেন্সি, হাসপাতাল বিল, চিকিৎসা ব্যয় ইত্যাদি ক্ষেত্রে গ্রাহকরা সরাসরি সুবিধা পাবেন।

আরও পড়ুন:- মুসলিমদের সব জমি সরকার নিয়ে নেবে? ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কে জানুন

LIC স্বাস্থ্য বীমার জন্য কী যোগ্যতা লাগবে?

যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি, তবে ধারণা করা হচ্ছে—

✅ ১৮ থেকে ৬৫ বছর বয়সী ভারতীয় নাগরিকরা এই পলিসির জন্য আবেদন করতে পারবেন।
✅ চাকরিজীবী, ব্যবসায়ী, স্বনির্ভর ব্যক্তি— সকলেই এই পলিসির আওতায় আসতে পারবেন।
✅ পরিবারের জন্য গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পাওয়া যাবে, যেখানে স্বামী-স্ত্রী ও সন্তানেরা সুবিধা পাবেন।
✅ বিদ্যমান LIC গ্রাহকদের বিশেষ ছাড় বা অফার থাকতে পারে।

কীভাবে LIC স্বাস্থ্যবীমার জন্য আবেদন করবেন?

LIC- Health Insurance পরিষেবা চালু হলে—

  • LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে।
  • নিকটস্থ LIC অফিস বা ব্রাঞ্চ থেকেও সরাসরি ফর্ম পূরণ করে আবেদন করা যাবে।
  • LIC-এর এজেন্টদের মাধ্যমেও সহজেই স্বাস্থ্যবীমার জন্য নাম নথিভুক্ত করা যাবে।

বাজারে LIC-এর বৃদ্ধি

২০২৫ অর্থবর্ষের প্রথম ১১ মাসে LIC এর ব্যবসা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সংস্থার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী—

  • গ্রুপ বার্ষিক নবায়ন প্রিমিয়াম বেড়েছে ২৮.২৯%
  • ব্যক্তিগত প্রিমিয়াম বেড়েছে ৭.৯০%
  • ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত LIC এর মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ১.৯০ লক্ষ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

তবে ব্যক্তিগত প্রিমিয়াম সংগ্রহ সামান্য কমে ৪,৮৩৭.৮৭ কোটি টাকা হয়েছে, যা আগের বছর একই সময়ে ছিল ৪,৮৯০.৪৪ কোটি টাকা। তবে সামগ্রিকভাবে, LIC এর ব্যবসা স্থিতিশীল রয়েছে।

এতে গ্ৰাহকদের কি সুবিধা হবে?

এলআইসি এর স্বাস্থ্যবীমা নীতিগুলি বাজারে এলে—

✅ সাশ্রয়ী স্বাস্থ্যবীমা পলিসি পাওয়া যাবে
✅ সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসা খরচ কভার করা সম্ভব হবে
✅ পরিবার ও ব্যক্তি বিশেষের জন্য বিশেষ কভারেজ আসতে পারে
✅ LIC এর বিশ্বস্ততার কারণে গ্রাহকরা সহজেই এই পরিষেবাগুলি গ্রহণ করবেন

শেষকথা

ভারতীয় জীবন বীমা নিগম (Life Insurance Corporation of India) বহু বছর ধরে গ্রাহকদের বীমা কভারেজ দিয়ে আসছে। এবার LIC Health Insurance ক্ষেত্রে সেই মান অক্ষুণ্ণ রাখবে বলেই আশা সকলের। এই বিষয়ে ভবিষ্যতে কি হয় সেটাই এখন দেখার। তবে যেকোনো বীমা ক্রয়ের আগে সমস্ত নিয়ম কানুন ও নথি পড়ে নেওয়া শ্রেয়।

আরও পড়ুন:- এপ্রিল মাসে ফ্রি রেশন সামগ্রীর তালিকা। গ্রাহকরা কোন কার্ডে কত কিলো মাল বেশি পাবে? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন