Bangla News Dunia, Pallab : ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশন একটি নতুন ইউপিআই নিয়ম চালু করেছে। ব্যাঙ্ক গ্রাহকদের পাশাপাশি ইউপিআই ব্যবহারকারীদের চাপ কমাতে সাহায্য করবে এই নিয়ম। এই নিয়মটি চালু হবে আগামী ১লা এপ্রিল থেকে। এর জন্য আপনার মোবাইল নাম্বার ব্যাঙ্ক মুছেও ফেলতে পারে। কিন্তু ঠিক কোন কোন পরিস্থিতিতে কার্যকর হবে এই নিয়ম? কী বলছে এই নিয়ম? কী বদলাবে এর ফলে?
আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস
নতুন নিয়ম-
এই নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক, ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশনের কাছে বাতিল হওয়া মোবাইল নম্বরের তালিকা দিতে হবে একাধিক পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের।
গুগল পে, ফোন পে, পেটিএমের মত পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের নতুন নির্দেশ দেওয়া হয়েছে যে ১লা এপ্রিল থেকে প্রতি সপ্তাহে তাদের বাতিল হওয়া মোবাইল নাম্বারের তালিকা জমা দিতে হবে।
এর ফলে যে সমস্ত মোবাইল নম্বর বন্ধ করে দেওয়া হয়েছে বা যে সমস্ত বাতিল মোবাইল নাম্বারের তালিকা জমা পড়েছে সেগুলো ব্যাঙ্কের থেকে সরিয়ে দেওয়া হবে।
কোন কোন ক্ষেত্রে নির্দেশ মানা হবে-
বাতিল মোবাইল নম্বর বলতে সেই সমস্ত নম্বর গুলির কথাই বলা হচ্ছে যেগুলি ব্যাঙ্ক একাউন্টের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে আর ব্যবহার হচ্ছে না।
এছাড়া অনেক সময় দেখা যায় যে কিছু গ্রাহক একটি মোবাইল নাম্বার দিয়ে রেখেছেন দুটি ব্যাঙ্ক একাউন্টে কিন্তু সেই নম্বর শুধুমাত্র একটিতেই সক্রিয় রেখেছেন সেইসব ক্ষেত্রেও এই নিয়ম কার্যকরী হবে।
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
নতুন নিয়ম মানার ফলে কী সুবিধা হবে?
ক। এই নতুন নিয়মের ফলে ব্যাঙ্ক একাউন্ট অথবা ইউপিআই অ্যাপে মোবাইল নাম্বার ব্যবহারের ফলে যে সকল সমস্যাগুলি হতো সেগুলি আর হবে না কারণ সেগুলি এড়ানো যাবে।
এছাড়া বাতিল মোবাইল নাম্বারগুলি সরিয়ে ফেলার ফলে ব্যাঙ্কও যাবতীয় পরিষেবা অনেক সহজে প্রদান করতে পারবে।
খ। এই নতুন নিয়মের ফলে ব্যাঙ্কিং পরিষেবা ও ইউপিআই অ্যাপের কাজ আপডেট করা মোবাইল নাম্বারের দ্বারাই সম্ভবপর হবে।
মোবাইল নম্বর ব্যবহার করে যেসব লেনদেন করা হয় সেগুলিও এর মধ্যে অন্তর্ভুক্ত। এইসবের জন্য একজন ব্যবহারকারী নিজের মোবাইল নাম্বারের বিষয় সতর্ক হয়ে যাবেন।