১ এপ্রিল UPI-এ টাকা পাঠানো বন্ধ, নতুন নিয়ম চালু

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

upi , google pay , phone pay

Bangla News Dunia, Pallab : বন্ধ হতে পারে আপনার ইউপিআই লেনদেন ! ১লা এপ্রিল থেকে নতুন নিয়ম, অবশ্যই মানতে হবে গ্রাহকদের ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশন (NPCI) ইউপিআই লেনদেনের নিরাপত্তা বাড়াতে নতুন নিয়ম চালু করছে।

১লা এপ্রিল থেকে এই পরিবর্তন কার্যকর হবে, যা কিছু গ্রাহকের জন্য অসুবিধার কারণ হতে পারে। তবে এই নিয়মের লক্ষ্য হলো নিষ্ক্রিয় বা বাতিল নম্বর সরিয়ে ফেলা, যাতে প্রতারণার সম্ভাবনা কমে এবং ব্যাংকিং সিস্টেম আরও সুরক্ষিত হয়।

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

নতুন নিয়মের মূল উদ্দেশ্য কী?

বর্তমানে অনেক গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টের সাথে পুরানো বা নিষ্ক্রিয় নম্বর লিঙ্ক করা আছে। এতে ভুল লেনদেন, প্রতারণা ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।

নতুন নিয়ম কার্যকর হলে শুধুমাত্র সক্রিয় নম্বরের মাধ্যমেই ইউপিআই লেনদেন সম্ভব হবে, যা গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করবে।

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

কোন কোন মোবাইল নম্বর ইউপিআই থেকে সরিয়ে দেওয়া হবে?

NPCI-এর নতুন নিয়ম অনুসারে, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে মোবাইল নম্বর বাতিল করা হবে—

দীর্ঘদিন ব্যবহৃত হয়নি –

যদি কোনো মোবাইল নম্বর দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকে, তবে সেটি ব্যাংকিং সিস্টেম থেকে সরিয়ে দেওয়া হবে।

একই নম্বর একাধিক অ্যাকাউন্টে লিঙ্ক –

যদি একটি নম্বর একাধিক ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে, তবে যে অ্যাকাউন্টে নম্বরটি নিষ্ক্রিয়, সেটি থেকে নম্বর সরিয়ে ফেলা হবে।

বাতিল বা পুনঃব্যবহৃত নম্বর –

যেসব নম্বর ইতিমধ্যে বাতিল হয়েছে বা অন্য কেউ ব্যবহার করছে, সেগুলিও ইউপিআই থেকে মুছে ফেলা হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন