১ ঘন্টায় করোনা রিপোর্ট , বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ১ ঘন্টায় করোনা রিপোর্ট । করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছে সবাই, সারা দেশের বিজ্ঞানীরা দৈনিক কিছু না কিছু আবিষ্কার করেই চলেছে। বিশেষ করে দেখা যাচ্ছে করোনা টেস্টের জন্য বিভিন্ন আই আই টি বিভিন্ন রকমের যন্ত্র আবিষ্কার শুরু করেছে, যার মধ্যে এবার নাম লেখালো খড়গপুর আই আই টি। তারা এবার বানিয়ে ফেলল পোর্টেবল র‍্যাপিড ডায়াগনস্টিক ডিভাইস। তাও একেবারে সস্তায়। বাংলার অবস্থা একেবারে ভালো না, কারণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, আর এর মধ্যেই এই ডিভাইস যে এক নতুন দিশা দেখাবে সেটা স্পষ্ট।

Plasma Therapy

করোনা টেস্টের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন খরচ করতে হচ্ছে। বিশেষ করে সরকারী বাদে সমস্ত বেসরকারী জায়গায় এখন খরচ করতে হচ্ছে। রোগীর পরিবারকে অনেক অনেক টাকা খরচ করতে হচ্ছে। তাই এবার এইসবের কথা মাথায় রেখে আই আই টি খড়গপুর বানিয়ে ফেলল র‍্যাপিড ডায়াগনস্টিক ডিভাইস। এর খরচ আগের সব গুলোর থেকে অনেকটাই কম। মাত্র ৪০০ টাকার কমেই টেস্ট করে রিপোর্ট পাওয়া যাবে, আর এটার সব থেকে ভালো দিক হল, মোবাইলের মাধ্যমেই পাওয়া যাবে রিপোর্ট।

আর সব থেকে বড় কথা, যেটা বাংলাকে সম্মুখীন হতে হচ্ছে, ভুল রিপোর্ট, কিন্তু এই ডিভাইস একেবারে ত্রুটিহীন এমনটাই জানিয়েছে আই আই টি খড়গপুরের বিজ্ঞানীরা। রিপোর্ট মাত্র ১ ঘন্টায়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক সুমন চক্রবর্তী জানায় যে, ডঃ অরিন্দম মণ্ডলের ভাবনা থেকেই এই ডিভাইস তৈরীর ভাবনা এসেছে, ডঃ অরবিন্দ মণ্ডল, যিনি জানিয়েছেন, এটি খুবই তাড়াতাড়ি করোনা শনাক্ত করতে কাজে লাগবে, আর একেবারে কম সময়ে, কম খরচায় সঠিক রিপোর্ট প্রকাশ করবে।

Highlights

1. ১ ঘন্টায় করোনা রিপোর্ট

2. কম খরচায় সঠিক রিপোর্ট প্রকাশ করবে

#COVID #Health

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন