Bangla News Dunia, Pallab : ভারতীয় রেল এতিমধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলাই ২০২৫ থেকে তৎকাল টিকিট কাটার সময় আধার যাচাই বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থাৎ IRCTC অ্যাপ বা ওয়েবসাইট থেকে তৎকাল টিকিট কাটতে হলে যাত্রীর মোবাইল নম্বরটি অবশ্যই আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে।
আরও পড়ুন : মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধ আসন্ন? কি প্ল্যান করছে ইজরায়েল ?
রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রীরা আধার যাচাইয়ের মাধ্যমে আইআরসিটিসি অ্যাপ বা ওয়েবসাইট থেকে তৎকাল টিকিট কাটতে পারবেন। আগামী ১ জুলাই থেকেই মিলবে এই সুবিধা। বাধ্যতামূলক আধার যাচাইয়ের নিয়মটি কার্যকর হবে ১৫ জুলাই থেকে।
এই নতুন নিয়মে আরও বলা হয়েছে, ১৫ জুলাই থেকে স্টেশন বা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে তৎকাল টিকিট কাটলেও যাত্রীর মোবাইলে একটি OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে।নতুন নিয়ম অনুযায়ী, যদি কেউ স্টেশনের টিকিট কাউন্টার থেকে বা অনুমোদিত কোনও এজেন্টের মাধ্যমে তৎকাল টিকিট কাটতে চায়, তাহলে যাত্রীর মোবাইলে একটি OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে। সেই OTP সঠিকভাবে যাচাই না করা পর্যন্ত টিকিট কাটা যাবে না। এতে নিশ্চিত হবে যে টিকিটটি যাত্রীর নিজ নামেই কাটা হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী আরও বলা হয়েছে, সাধারণত তৎকাল টিকিট বুকিং শুরু হয় যাত্রার আগের দিন সকাল ১০টায় AC ট্রেনের জন্য এবং সকাল ১১ টায় শুরু হয় Non-AC ট্রেনের জন্য। কিন্তু ,নতুন নিয়মে সাধারণ যাত্রীরা পুরনো সময় অনুযায়ীই টিকিট বুক করতে পারবেন। তবে অনুমোদিত এজেন্টদের দুই ক্ষেত্রেই অপেক্ষা করতে হবে আরও ৩০ মিনিট। অর্থাৎ এসির (AC Tatkal Ticket) ক্ষেত্রে ১০টা ৩০ মিনিট এবং নন-এসির ক্ষেত্রে ১১টা ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপর তৎকাল বুকিং করতে পারবেন এজেন্টরা।
হাইলাইটস
- ১ জুলাই থেকে তৎকাল টিকিট কাটতে আধার বাধ্যতামূলক
- IRCTC অ্যাপে/ওয়েবসাইটে টিকিট কাটতে হলে লাগবে আধার-লিঙ্ক মোবাইল
- ১৫ জুলাই থেকে কাউন্টারেও OTP যাচাইকরণ
- এজেন্টরা প্রথম ৩০ মিনিট Tatkal টিকিট কাটতে পারবে না