Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্টকের দাম কম হলে সেই স্টক থেকে লাভের সম্ভাবনা কম। এ রকম কিন্তু নয়। অনেক কমদামের পেনি স্টক থেকেও বিপুল অঙ্কের রিটার্ন পেতে পারেন। শুক্রবার এ রকমই একটি স্টকের দুরন্ত পারফরম্যান্সের সাক্ষী ছিল দেশের শেয়ার বাজার।
আইএফএল এন্টারপ্রাইজ় নামের একটি সংস্থা বিভিন্ন রকমের ট্রেডিং ব্যবসার সঙ্গে জড়িত। এই সংস্থার শেয়ার দর ১ টাকার কম। শুক্রবার বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জে এই পেনি স্টকের দাম ছিল ৮৪ পয়সা। সেখান থেকে বাজার বন্ধের সময় এই স্টকের দাম হয়েছে ৯৯ পয়সা। অর্থাৎ শুক্রবারেই ১৯.২৮ শতাংশ বেড়েছে এই সংস্থার শেয়ার দর। গত এক মাসেও এই শেয়ারের দাম বেড়েছে ৪১.৪৩ শতাংশ। যদিও গত এক বছরে এই শেয়ারের দাম বেশ খানিকটা কমেছে। কিন্তু গত পাঁচ বছরে ৩১২ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক। অর্থাৎ এক টাকার কম দামের স্টকে ট্রেডিং করেও মোটা অঙ্কের টাকা কামিয়েছেন অনেক লগ্নিকারী।
শুক্রবার এই সংস্থার শেয়ারের দাম বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হলো শক্তিশালী ফিনান্সিয়াল রিপোর্ট। ২০২৫ অর্থবর্ষ আইএফএল এন্টারপ্রাইজ়ের রেভিনিউ হয়েছে ১২০.৬০ কোটি টাকা। ২০২৪ অর্থবর্ষে এই অঙ্ক ছিল ৮.২৪ কোটি টাকা। অর্থাৎ এই সংস্থার রেভিনিউ বেড়েছে ১৩ গুণ। রেভিনিউয়ের পাশাপাশি নেট প্রফিটও বেড়েছে এই সংস্থার। ২০২৫ অর্থবর্ষে এই সংস্থার নেট প্রফিট হয়েছে ২.৯৯ কোটি টাকা। কিন্তু ২০২৪ অর্থবর্ষে প্রফিটের বদলে ৮৪.৫ লক্ষ টাকা লস হয়েছিল। ২০২৫ অর্থবর্ষে ব্যবসার সাফল্যের কারণেই এই স্টক নিয়ে আগ্রহ বেড়েছে লগ্নিকারীদের মধ্যে।
(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- অপারেশন সিঁদুরে কি ভেঙে পড়েছিল ভারতের যুদ্ধবিমান? জানালেন CDS অনিল চৌহান













