১ টাকা ও ২ টাকার কয়েন বাতিল হয়ে যাচ্ছে ? দেখুন RBI-র নির্দেশিকা

By Bangla News Dunia Dinesh

Published on:

coin

Bangla News Dunia , Pallab : এবার ১ টাকা ও ২ টাকার কয়েন (Coin) নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। বহু দোকানদার এবং ব্যবসায়ী এখন নাকি এই কয়েন নিতে চাইছে না। যার ফলে সাধারণ মানুষ বিশেষ করে নিম্নবিত্তদের পকেটের কয়েন লেনদেনের বাইরে চলে যাচ্ছে। আর এর জন্য নাকি জেল পর্যন্ত হতে পারে। এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য প্রশাসন। কিন্তু হঠাৎ কেন এমন নির্দেশ? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

কয়েন নিলেই বড়সড় বিপদ!

বাজারে বেশ কিছুদিন ধরে গুজব ছড়িয়েছে, ১ টাকা এবং ২ টাকার কয়েন নাকি বাতিল হয়ে গিয়েছে। কেউ বলছে, ব্যাংকে কয়েন নিচ্ছে না। আবার কেউ বলছে, কেউ নিচ্ছে না বলে আমি নিজেও নিচ্ছি না। আর এই ধরনের গুজব দোকানদার এবং ব্যবসায়ীদেরকে প্রভাবিত করছে। ফলে খুচরো লেনদেনে এই কয়েন নিতে নারাজ হচ্ছে অনেকেই। কিন্তু এতে সবথেকে বেশি সমস্যায় পড়ছেন গরিব মানুষ।

প্রশাসনের কড়া বার্তা 

এই পরিস্থিতি সামলাতে বলরামপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক দোকানদার এবং ব্যবসায়ীকে বাধ্যতামূলকভাবে ১ টাকা ও ২ টাকার কয়েন নিতে হবে। পাশাপাশি এসডিও এর মাধ্যমে সেই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে হবে। মাইকিং করে জনসাধারণ এবং দোকানদারদের কাছেও জানিয়ে দিতে হবে বলেই নির্দেশ। 

এমনকি যদি কেউ নির্দেশ মানতে অস্বীকার করেন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। প্রয়োজনে জেল এবং জরিমানাও হতে পারে। 

ভারতীয় রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপ

যদিও বাজারে নানারকম মিথ্যা গুজব রটিয়ে বেড়াচ্ছে, কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বহুবার জানিয়েছে যে, ১ টাকা এবং ২ টাকার কয়েন সম্পূর্ণ বৈধ এবং লেনদেন করা যাবে। কেউ যদি তা নিতে অস্বীকার করে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন