১ নভেম্বর থেকে বদলাচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম — আধার, ব্যাঙ্ক, জিএসটি ও পেনশন সংক্রান্ত নতুন বিধি কার্যকর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

দেশজুড়ে আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে একাধিক সরকারি ও আর্থিক নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে বা আপনার যদি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারও এই সমস্ত নতুন নিয়ম গুলো জেনে নেওয়া দরকার। আধার কার্ড আপডেট থেকে শুরু করে ব্যাঙ্কের লকার, জিএসটি কাঠামো, পেনশন প্রক্রিয়া — সব ক্ষেত্রেই নতুন নিয়ম কার্যকর হবে। এর প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। কি কি পরিবর্তন এবং কেন এই পরিবর্তন চলুন দেখে নেওয়া যাক কীভাবে তা প্রভাব ফেলতে পারে সাধারণ নাগরিকদের উপর।

আধার কার্ড আপডেটের নতুন নিয়ম

ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, এখন থেকে শিশুদের আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এতদিন পর্যন্ত বায়োমেট্রিক করতে টাকা লাগতো কিন্তু এখন থেকে আর কোন টাকা লাগবে না। অর্থাৎ, শিশুদের হাতের আঙুলের ছাপ ও চোখের মণির তথ্য আপডেট করতে কোনও ফি দিতে হবে না। এছাড়াও শিশুদের ১৫ বছর বয়স পর্যন্ত মোট তিনবার বায়োমেট্রিক চেঞ্জ করতে হবে। এতদিন এই প্রক্রিয়ায় দিতে হত ১২৫ টাকা পর্যন্ত।

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কিছু পরিবর্তন থাকছে — নাম, জন্ম তারিখ, ঠিকানা বা মোবাইল নম্বর আপডেটের জন্য দিতে হবে ₹৭৫, আর বায়োমেট্রিক তথ্য যেমন আঙুলের ছাপ বা চোখের স্ক্যান আপডেটের জন্য দিতে হবে ₹১২৫। এর আগে এটা ছিল তুলনামূলকভাবে ৫০ টাকা ও ১০০ টাকা কিন্তু এটা কিছুটা বৃদ্ধি করা হয়েছে। ইউআইডিএআই জানিয়েছে, আগামী এক বছরের জন্য এই নতুন ফি কাঠামো কার্যকর থাকবে।

ব্যাঙ্ক মনোনয়ন নীতিতে পরিবর্তন

ব্যাঙ্কিং খাতে আসছে আরও একটি গুরুত্বপূর্ণ বদল। যাদের ব্যাংকের একাউন্ট রয়েছে তাদের জন্য বিশেষ করে এই আপডেটটি। ১ নভেম্বর থেকে গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্ট, লকার বা নিরাপদ হেফাজতে থাকা সম্পদের জন্য সর্বোচ্চ চারজনের নাম মনোনীত করতে পারবেন। এর ফলে ব্যাংকে কোন কিছু বিশেষ করে টাকা বা কোন সম্পত্তি যদি ব্যাংকের হাতে রাখা হয় তাহলে সেটি নিরাপদ থাকবে এবং এই পদক্ষেপে জরুরি পরিস্থিতিতে পরিবারের সদস্যদের টাকার মালিকানা বা সম্পত্তি দাবি করার ক্ষেত্রে কোনও জটিলতা থাকবে না।

এর ফলে মৃত্যু বা দুর্ঘটনার পর পরিবারের সদস্যদের পক্ষে টাকা বা সম্পদ তোলা সহজ হবে এবং আইনি ঝামেলা অনেকটাই কমবে।

নতুন জিএসটি কাঠামো কার্যকর

১ নভেম্বর থেকে দেশে কার্যকর হচ্ছে নতুন জিএসটি কাঠামো। এতদিন পর্যন্ত ৪টি স্ল্যাব ছিল — ৫%, ১২%, ১৮% ও ২৮%। এবার তা কমিয়ে মাত্র দুটি প্রধান স্ল্যাবে আনা হয়েছে — ৫% ও ১৮%। এর ফলে যারা জিএসটির অন্তর্ভুক্ত তাদের অনেক সুবিধা হবে।

বিলাসবহুল বা ক্ষতিকারক দ্রব্যের ক্ষেত্রে আলাদা ৪০% হারে জিএসটি প্রযোজ্য হবে। এর থেকে বোঝা যাচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও নেশাজাতীয় দ্রব্যের দাম চড়াহারে বৃদ্ধি পাবে। এর ফলে কর ব্যবস্থা অনেক বেশি সহজ হবে এবং পণ্যের দামে পরিবর্তন আসতে পারে। কিছু প্রয়োজনীয় জিনিসের দাম কমতে পারে, আবার বিলাস দ্রব্যের দাম বাড়ার সম্ভাবনাও রয়েছে।

এনপিএস থেকে ইউপিএস-এ রূপান্তরের সময়সীমা বৃদ্ধি

কেন্দ্রীয় সরকারের কর্মীরা যারা ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) থেকে ইউনিফায়েড পেনশন সিস্টেম (UPS)-এ যুক্ত হতে চান, তাঁরা এখন ৩০ নভেম্বর পর্যন্ত সময় পাবেন। আগে এই সময়সীমা ছিল ৩১ অক্টোবর পর্যন্ত। এর ফলে যারা এখনো এই সুবিধা অন্তর্ভুক্ত ছিলেন না তারাও নতুন করে এই সুবিধার অন্তর্ভুক্ত হতে পারবেন।

এই পরিবর্তনের ফলে বহু কর্মচারী নতুন পেনশন কাঠামোয় যুক্ত হওয়ার জন্য আরও কিছুটা সময় পাবেন এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে সুবিধা হবে।

জীবন শংসাপত্র জমা দেওয়ার শেষ তারিখ

কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীদের নভেম্বর মাসের মধ্যেই লাইফ সার্টিফিকেট (জীবন শংসাপত্র) জমা দিতে হবে। এছাড়াও পেনশনভোগীরা যে ব্যাঙ্কে তাঁদের অ্যাকাউন্ট রেখেছেন, সেখানে সরাসরি সার্টিফিকেট জমা দিতে পারবেন। এছাড়াও, ‘জীবনপ্রমাণ পোর্টাল’-এর মাধ্যমে অনলাইনেও এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। সময়মতো সার্টিফিকেট না দিলে পেনশন বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আপনার পেনশন যদি বন্ধ না করতে চান তাহলে আপনাকে এই পোর্টালে সময় মত নাম নথিভুক্ত করে নিতে হবে।

পিএনবি লকার চার্জে পরিবর্তন

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) শীঘ্রই লকার ভাড়ার নতুন চার্জ ঘোষণা করতে চলেছে। এর ফলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ছাড়া কোন কিছু রেখেছেন তাদের অতিরিক্ত চার্জ দিতে হবে। আকার ও ক্যাটাগরি অনুযায়ী নতুন ফি নির্ধারণ হবে।

এই নিয়ম সারা দেশেই প্রযোজ্য হবে এবং নভেম্বরেই নতুন হার প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি জারির ৩০ দিনের মধ্যেই তা কার্যকর হবে বলে জানা গিয়েছে।

১ নভেম্বর থেকে কার্যকর হতে চলা এই পরিবর্তনগুলি সরাসরি সাধারণ নাগরিকের অর্থনৈতিক জীবনে প্রভাব ফেলবে। তবে সরকার চাইছে বিভিন্ন দিক দিয়ে গ্রাহকদের বিভিন্ন ধরনের সুবিধা দিতে। তাই বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এনে সাধারণ গ্রাহকদের বিভিন্ন সিকিউরিটি প্রধানের ব্যবস্থা করছে সরকার। আধার আপডেটের খরচ কমায় যেমন স্বস্তি মিলবে, তেমনি ব্যাঙ্ক ও ক্রেডিট কার্ড সংক্রান্ত নতুন নিয়মের কারণে কিছু অতিরিক্ত খরচও বাড়তে পারে।

সুতরাং, নাগরিকদের উচিত এই নতুন বিধিগুলি সম্পর্কে সচেতন থাকা ও প্রয়োজনীয় আপডেট যত দ্রুত সম্ভব সম্পন্ন করা।


Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন