১ বছরেই ৭৭৩২% রিটার্ন দিয়েছে, সোমবার নজরে থাকবে এই মাল্টিব্যাগার স্টক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পতনের বাজারেও শেয়ার দর বৃদ্ধির জেরে লগ্নিকারীদের নজরে একটি মাল্টিব্যাগার স্টক। জিএইচভি ইনফ্রা প্রোজেক্টস লিমিটেডের স্টকে সোমবার নজর রাখতে পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা। একাধিক কারণেই এই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

GHV Infra Projects share price

শেষ ট্রেডিং সেশনে অর্থাৎ শুক্রবার ২ শতাংশ বেড়ে জিএইচভি ইনফ্রা প্রোজেক্টস লিমিটেডের প্রতি শেয়ারের দাম হয়েছে ১ হাজার ৫৪৯ টাকা। শেষ সপ্তাহে সেনসেক্স ও নিফটি৫০-র পয়েন্ট অনেকটা কমেছে। কিন্তু এই স্টকের দাম বেড়েছে ৮.২৩ শতাংশ। শেষ এক মাসেও এই স্টকের দাম বেড়েছে ৫১ শতাংশের বেশি। শেষ ৬ মাসে ৯৬০ শতাংশ দাম বেড়ছে এই স্টকের। শেষ এক বছরে এই স্টক থেকে ৭ হাজার ৭৩২ শতাংশ রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা। অর্থাৎ ১ লক্ষ টাকার লগ্নি মাত্র এক বছরে ৭৭ লক্ষে পরিণত করেছে এই সংস্থার স্টক।

অগস্টের প্রথম সপ্তাহে এই স্টক নিয়ে মাতামাতি প্রধানত দু’টি কারণে। স্টক স্প্লিটের ঘোষণা এবং বিদেশে নতুন কাজের অর্ডার পাওয়া।

GHV Infra Projects stock split

জিএইচভি ইনফ্রা প্রোজেক্টস লিমিটেড সম্প্রতি স্টক স্প্লিটের ঘোষণা করেছে। ২:১ অনুপাতে স্টক স্প্লিটের ঘোষণা করেছে ওই সংস্থা। অর্থাৎ ১০ টাকার ফেসভ্যালুর একটি স্টক থেকে তৈরি হবে ৫ টাকা ফেসভ্যালুর দু’টি স্টক। বাজার শেয়ারের জোগান বৃদ্ধির উদ্দেশ্যেই এই স্টক স্প্লিট বলে জানানো হয়েছে সংস্থার তরফে। এর পাশাপাশি শেয়ারহোল্ডারদের বোনাস শেয়ারও দেবে এই সংস্থা।

Letter of Award

স্টক স্প্লিটের পাশাপাশি বিদেশ থেকে নতুন কাজের অর্ডারও পেয়েছে জিএইচভি ইনফ্রা প্রোজেক্টস লিমিটেড। সংযুক্ত আরব আমিরশাহিতে এরিশা স্মার্ট ম্যানুফ্যাকচারিং হাবে নতুন কাজের অর্ডার পেয়েছে এই সংস্থা। ইতিমধ্যেই এই প্রোজেক্টের লেটার অফ অ্যাওয়ার্ড পেয়েছে জিএইচভি ইনফ্রা প্রোজেক্টস লিমিটেড। এই প্রোজেক্টের মূল্য ২ হাজার ৬৪৫ কোটি টাকা। এই প্রোজেক্টের সময়সীমা ২৪ মাস। এই সব দেখে বাজার বিশ্লেষকরা ভবিষ্যতেও এই শেয়ারের দরে উত্থানগতি বজায় থাকার আশা রেখেছেন।

(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- কলকাতায় পা রাখছেন ফুটবলের রাজপুত্র মেসি, কবে আসছেন? জেনে নিন

আরও পড়ুন:- প্যান কার্ড থাকলেই পাবেন কড়কড়ে 5 লাখ টাকা। শর্তাবলী ও আবেদন পদ্ধতি জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন