১ বার রিচার্জ করলেই নির্ঝঞ্ঝাট ফোন চলবে ১৪ মাস ! BSNL-র অফারে ঘুম উড়ল

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আপনিও কি প্রতি মাসে মোবাইল রিচার্জ করতে বিরক্ত হন? একটু ভুল হলেই মোবাইল পরিষেবা বন্ধ হয়ে যায়? আর এই সমস্যাগুলির সঙ্গে যদি জুড়ে দেওয়া হয় বাড়তি খরচ, তাহলে সমস্যা যেন আরো জটিল হয়ে ওঠে।

আর এই সমস্যার সমাধান করতে বিরাটা উপহার নিয়ে হাজির হলো ভারতের বৃহত্তম রাষ্ট্র টেলিকম সংস্থা BSNL। কারণ এবার তারা চালু করেছে এমন একটি প্ল্যান (BSNL Plan), যেখানে ভ্যালিডিটি ১ বছরের বেশি, একেবারে ৪২৫ দিন। 

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

জিও, এয়ারটেল, Vi-কে টেক্কা

দেশের প্রধান প্রধান চারটি টেলিকম সংস্থা হল Reliance Jio, Airtel, Vodafone Idea (Vi) ও BSNL। আর প্রতিটি সংস্থার রয়েছে কোটি কোটি গ্রাহক। কিন্তু এই মুহূর্তে সব থেকে আলোচনায় BSNL এর একটি বিশেষ রিচার্জ প্ল্যান। আর যে রিচার্জ প্ল্যানটি জিও, এয়ারটেলের সর্বাধিক ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যানকে টেক্কা দিয়েছে। BSNL এবার বাজিমাত করছে ৪২৫ দিনের রিচার্জ প্ল্যান চালু করে। 

কাদের জন্য সেরা এই প্ল্যান?

যারা প্রতিদিন ছোট ছোট রিচার্জ করতে চান না, অথবা মাসিক খরচ কমাতে চান, তাদের জন্য হতে পারে সেরা বিকল্প এই প্ল্যানটি। কারণ একবার রিচার্জ করলে ১৪ মাসের বেশি সময় ফোন থাকবে একটিভ। আর সেই সঙ্গে মিলবে দৈনিক কল এবং ডেটা সুবিধা।

মাত্র ২৩৯৯ টাকায় মিলছে প্রচুর সুবিধা

BSNL এর এই নতুন রিচার্জ প্ল্যানটির দাম মাত্র ২৩৯৯ টাকা। আর এই প্ল্যানে আপনি পাবেন একগুচ্ছ সব সুবিধা, যা সত্যিই চমকে দেওয়ার মত। সুবিধাগুলি হল-

  • ৪২৫ দিনের ভ্যালিডিটি মিলবে। 
  • যেকোন নেটওয়ার্কের আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন।
  • প্রতিদিন ১০০টি করে ফ্রি SMS পাবেন। 
  • প্রতিদিন ২ জিবি করে মোট ৮৫০ জিবি হাইস্পিড ইন্টারনেট পাবেন। 
  • ডেটা লিমিট শেষ হয়ে গেলেও পাবেন ৪০ কেবিপিএস স্পিডে আনলিমিটেড ব্রাউজিং এর সুবিধা। 

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন