Bangla News Dunia, Pallab : কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেকারত্ব মোকাবেলা ও আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য এবার এক ঐতিহাসিক পদক্ষেপ (Employment Scheme) নেওয়া হল। ২০২৫ সালের ১ আগস্ট থেকে গোটা দেশে চালু হতে চলেছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা, যা একদিকে দেশের কর্মসংস্থানের দরজা খুলে দেবে, আবার অন্যদিকে চাকরিপ্রার্থীদের হাতে সরকারি আর্থিক সহায়তা পৌঁছে দেবে।
আরও পড়ুন : এই সব খাবার খেলে নষ্ট হতে পারে লিভার, জেনে নিন !
৩.৫ কোটির বেশি চাকরির লক্ষ্যমাত্রা
এই প্রকল্পের আওতায় আগামী ২ বছরের মধ্যে তৈরি হবে প্রায় ৩.৫ কোটি কর্মসংস্থান, যার মধ্যে ১.৯২ কোটি মানুষ প্রথমবারের মতো কোনো সংস্থায় যোগ দেবে। আর কেন্দ্র সরকার জানিয়েছে, ৯৯,৪৪৬ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করা হবে ২০২৫ সালের ১ আগস্ট থেকে এবং চলবে ৩১ জুলাই, ২০২৭ পর্যন্ত।
এই প্রকল্পের উদ্দেশ্য কী?
এই স্কিমের মূল লক্ষ্য হল দেশে নতুন নিয়োগকারীদের উৎসাহিত করে তোলা। পাশাপাশি উৎপাদন খাতে বিশেষ জোর দিয়ে কর্মসংস্থানের সুযোগ করা এবং কর্মসংস্থান নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা। সবথেকে বড় ব্যাপার, বিকশিত ভারত মিশনের লক্ষ্য পূরণে এবার গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠবে এই প্রকল্প।
আরও পড়ুন : কীভাবে ডাউনলোড করবেন ২০০২ সালের ভোটার তালিকা ? দেখে নিন