১ লক্ষ চাকরির ঘোষণার কথা জানালো এই কোম্পানি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ১ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা ! ই-কমার্স সংস্থা অ্যামাজন আগামী দিনে ১ লক্ষ নতুন চাকরি দেবে বলে ঘোষণা করল। এই সংস্থা জানিয়েছে যে, নতুন নিযুক্ত স্থায়ী ও অস্থায়ী দুটো পদেই করা হবে। নতুন নিয়োজিত কর্মচারীরা অর্ডারের প্যাকিং, ডেলিভারি অথবা জিনিস ছাটাইয়ের কাজ করবে। করোনা আবহেও উৎসবের মরশুমে অনলাইন কেনাকাটার ব্যবসা দ্রুত গতিতে বাড়ছে। স্বাভাবিক ভাবেই করোনা সংক্রমণের কারণে মানুষ কোনো ভিড়ে না গিয়ে অনলাইনে জিনিস কেনার জন্য বেশি আগ্রহী।

job

গত সপ্তাহে এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে যে, তাঁদের কাছে ৩৩ হাজার কর্পোরেট ও প্রযুক্তিগত চাকরির পদ খালি আছে। সংস্থা জানাচ্ছে আরো জানাচ্ছে তারা দুটি সেক্টরেই কর্মী নিয়োগ করতে চাইছে। তাঁরা নিজেদের বিভিন্ন জায়গায় ১০০ টি হাবে প্যাকেজিং , জিনিষ ছাটাই আর অন্য স্থানে কর্মী নিয়োগ করবে। এছাড়াও পন্য সরবরাহ করার সুবিধার জন্য Ecom Express আগামী কয়েক সপ্তাহের মধ্যে ৩০ হাজার নতুন চাকরি দেওয়ার যোজনা বানিয়েছে। তবে চাকরি হবে অস্থায়ী ভাবে।

আরও পড়ুন :- ফ্রি-তে চান রান্নার গ্যাস সিলিন্ডার ! বিস্তারিত দেখুন

সারা বিশ্বে করোনা পরিস্থিতিতে বিভিন্ন ই-কমার্স সংস্থা গুলি নতুন ভাবে ব্যবসাকে বড়ো করার জন্য নতুন নিয়োগ শুরু করেছে। লকডাউনের পর বেড়ে চলা অনলাইন অর্ডারের চাহিদা মেটাতে গত কয়েক মাসে তারা প্রায় সাড়ে ৭ হাজার নতুন কর্মচারী নিযুক্ত করেছে। নতুন করে নিয়োগের এই প্রক্রিয়া ১০ অক্টোবর পর্যন্ত চলবে।  উৎসব আসার মুখে অনলাইন কেনাকাটির চাহিদা অনেকটাই বেশি।

Highlights

1. ১ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা !

2. উৎসবের আসার মুখে অনলাইন কেনাকাটির চাহিদা অনেকটাই বেশি

#Amazon #Ecom #JOB # ই-কমার্স #banglanews

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন