Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘গুজরাতে হিংসা বরাবরই ছিল… ২০০২ সালের পর থেকে কমেছে,’ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০২ সালের গোধরা হিংসার ঘটনাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল বলে জানান তিনি। রবিবার এআই বিশেষজ্ঞ লেক্স ফ্রিডম্যানের সঙ্গে এক পডকাস্টে এমনটাই বলেন প্রধানমন্ত্রী।
গুজরাতে অশান্তির ‘ইতিহাস’ ব্যাখ্যা করতে গিয়ে মোদী বলেন, ‘আমি আসার অনেক আগে থেকেই এই পরিস্থিতি ছিল। রাজ্যে প্রায় প্রতি বছরই হিংসার ঘটনা ঘটত। তবে, ২০০২ সালের পর থেকে কোনও সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেনি।’
‘২০০২ সালের আগের ডেটা দেখলে দেখা যাবে, গুজরাতে ঘন ঘন অশান্তি হত। কোথাও না কোথাও কার্ফু লেগেই থাকত। ছোটোখাটো বিষয়, যেমন ঘুড়ির লড়াই… এমনকি দুটো সাইকেলে ধাক্কা লাগলেও সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ত,’ বলেন প্রধানমন্ত্রী মোদী।
মোদী বলেন, ২০০২-এর ঘটনায় আদালত একাধিকবার তাঁর নাম খারিজ করলেও কেন্দ্র নাছোড় ছিল।
‘সেই সময়, আমাদের রাজনৈতিক বিরোধীরা ক্ষমতায় ছিলেন। স্বাভাবিকভাবেই ওরা এটাই চাইছিল যাতে আমাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগই বহাল থাকে। ওরা চাইত যাতে আমাদের শাস্তি হোক। অনেক চেষ্টাও করেছে। তাতে লাভ হয়নি, আদালত দু-দু’বার এটা খতিয়ে দেখেছে। শেষ পর্যন্ত এটাই প্রমাণিত হয়েছে যে আমরা সম্পূর্ণ নির্দোষ,’ বলেন তিনি।
২০০২ সালে গোধরা ট্রেন পোড়ানোর ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অকল্পনীয়, মর্মান্তিক ঘটনা… মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল। ভাবতে পারছেন, কান্দাহার হাইজ্যাক, সংসদে হামলা, এমনকি ৯/১১-এর মতো ঘটনার আবহে… তারপর এত লোকের মৃত্যু এবং জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা… বুঝতেই পারছেন যে, পরিস্থিতি ঠিক কতটা অস্থির ছিল।’ প্রধানমন্ত্রী জানান, গুজরাত বিধানসভায় নির্বাচিত হওয়ার ঠিক তিন দিন পরেই এই হিংসার ঘটনা ঘটেছিল।
আরও পড়ুন:- ফোন হ্যাক করা হয়েছে কি না, কেমন করে বুঝবেন? জেনে নিন
আরও পড়ুন:- গুগল ম্যাপে লেখা ‘পুলিশ এখানে ধরে, টাকা নেয়’ ! নেপথ্যে কারা ?