Bangla News Dunia, Pallab : ২০২৪-২৫ অর্থবর্ষে ২০০ কোটি টাকার ব্যবসা। আর এতেই কর্মীদের কাছে উপহারের ডালি মেলে ধরলেন গুজরাটের কাবরা জুয়েলসের মালিক কৈলাস কাবরা। ১২ জন সিনিয়ার কর্মীকে উপহার হিসাবে দিয়েছেন মাহিন্দ্রা এক্সইউভি ৭০০, টয়োটা ইনোভা, হুন্ডাই, মারুতি সুজুকি এরটিগার মতো গাড়ি। এছাড়া সকলের জন্য রয়েছে মোটরবাইক, মোবাইল ফোন, পারিবারিক ছুটির প্যাকেজ, সোনা ও রুপোর কয়েন। অর্থবর্ষের শেষদিনে আয়োজিত একটি পার্টিতে কৈলাস বলেন, ‘কর্মীরা আমার কাছে পরিবারের মতো। তাঁদের দলগত পরিশ্রমেই কোম্পানি এই ব্যবসা করেছে। তাই নিজের জন্য গাড়ি না কিনে কর্মীদের হাতেই তুলে দিয়েছি পরিশ্রমের মূল্য।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
মাত্র ২১ বছর বয়সে ১২ জন কর্মী নিয়ে ২ কোটি টাকার ব্যবসা দিয়ে শুরু হয়েছিল কাবরা কোম্পানির যাত্রা। তাঁদের একনিষ্ঠ প্রয়াসেই আকারে বেড়েছে কোম্পানি। লাভ হয়েছে বৃহত্তর অঙ্কের। কর্মী সংখ্যা বর্তমানে ১৪০। তাই তাঁদের যথাযথ স্বীকৃতি দিতেই তুলে দিয়েছেন উপহারের সম্ভার।