২০২২ সালের আগে ভ্যাকসিন পাবেন না তরুণরা ? কি বলছে WHO

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ২০২২ সালের আগে ভ্যাকসিন পাবেন না তরুণরা ? কিন্তু কবে আসবে সেই কাঙ্খিত করোনা রোদক ভ্যাকসিন? তা নিয়ে বিশ্ব জুড়ে জল্পনা তুঙ্গে। অনিশ্চিয়তায় ভুগছ ও নান দুর্ভাবনায় সারা বিশ্ব। যত দিন যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। কোনো ভাবেই কোনো লাগাম টানা যাচ্ছে না সংক্রমণে । এখন এটির এক মাত্র ওষুধ ভ্যাকসিন। কিন্তু সেই পরীক্ষিত ভ্যাকসিন গুলির প্রস্তুতি ঠিক কোন স্তরে তা নিশ্চিত ভাবে বলা যায়নি। এমন অবস্থায় খুবই চিন্তার বার্তা দিল WHO। তরুণ ও শারীরিক  সুস্থ মানুষ এখনই পাবে না ভ্যাকসিন। তাদের অপেক্ষা করতে হবে মোটামুটি কম করে ২ বছর।

সাধারণ মানুষ ভাবছে, ভ্যাকসিন বের হলেই করোনার হাত থেকে মুক্তি। কিন্তু এই ধারণা একেবারে পুরোপুরি  ভুল। বাজারে ভ্যাকসিন এলেইও মাস্ক খুলে ঘুরতে পারবেন না। WHO-র চিফ সায়েন্টিস্ট সৌম্য স্বামীনাথন বলেন, ভ্যাকসিন এলেই এখনই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন এমনটা ভাববেন না। একাধিক নির্দেশিকা বের হবে ভ্যাকসিন বের হওয়ার পর। অর্থাৎ দেশের তরুণ এবং সুস্থ ব্যক্তিদের ভ্যাকসিন সুখ মিলতে দেরি হবে বলেই মনে করা হচ্ছে। আপাতত আগামী ২০২২ সালের আগে সম্ভাবনা কম। তাই বেশ চিন্তা বাড়লো সকলের মনে।

আরো পড়ুন :- বর্ষাকালে ভাইরাল অসুখ থেকে মুক্তির ঘরোয়া উপায়

কিন্তু প্রথমেই কি ভ্যাকসিন পেয়ে যাবে তা এমনটা নয়। সমীক্ষায় দেখা গিয়েছে, তরুণদের তুলনায় বয়স্ক ব্যক্তিরা করোনা আক্রান্ত হলে তাদের শারীরিক জটিলতা বৃদ্ধি পায়। তাদের মৃত্যুর হারও বেশি। তাই ভ্যাকসিন বের হওয়ার পর সেদিকেই নজর দেওয়া হবে। আর তাই নিয়ে গাইডলাইন তৈরী হবে।

Highlights

1. ২০২২ সালের আগে ভ্যাকসিন পাবেন না তরুণরা ? 

2. ভ্যাকসিন বের হওয়ার পর সেদিকেই নজর দেওয়া হবে

#Vaccine #WHO

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন