২০২৫ উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন পরীক্ষার্থীদের জন্য।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আর কিছুদিন বাদেই HS পরীক্ষা শুরু হবে, কিন্তু তার আগে উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন বা উচ্চমাধ্যমিক ফিলোজফি সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি পড়ুয়াদের জন্য। যেখানে খুবই সহজ ভাষায় সকল তথ্য তুলে ধরার চেষ্টা করা হল, যাতে এই শেষ মুহূর্তে এসে সকলের একটু হলেও সুবিধা হয়। তাই যারা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 এর দর্শন সাজেশন যদি পেতে চান তাহলে এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন ২০২৫ সহজ ভাষায় গুরুত্বপূর্ণ টপিক ও প্রশ্ন

সকল পড়ুয়াদের জীবনে সব থেকে বড় পরীক্ষার মধ্যে উচ্চমাধ্যমিক অন্যতম। তাই এই প্রতিযোগিতার যুগে এগিয়ে যাওয়ার জন্য অনেকেই এই ধরণের উচ্চমাধ্যমিক সাজেশনের খোঁজ করেন। তাই আজকে আমরা ফিলোজফি সাজেশন নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা দর্শন বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন, তাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে রয়েছে দর্শনের অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাহার।

উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন ২০২৫

১) নিরপেক্ষ বচন বলতে কি বোঝ? নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখ উদাহরণসহ।
২) গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ কর।
৩) পদের ব্যাপ্যতা বলতে কী বোঝায়? চার প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য উদাহরণ সহ উল্লেখ কর অথবা নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা বলতে কি বোঝায়?

আরও পড়ুন:- পঞ্চায়েত প্রধান বাংলাদেশি নাগরিক, জানুন কোন জালিয়াতি সামনে এলো

WBCHSE HS Philosophy Suggestion 2025

বচনের বিরোধিতা
১) বচনের বিরোধিতা বলতে কি বোঝ? বিরোধিতার শর্ত গুলি কি কি?
২) বিরুদ্ধ বিরোধীতা কাকে বলে? বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখ।
৩) বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য।

অমাধ্যম অনুমান
১) নিষেধমূলক আবর্তন কাকে বলে? এই আবর্তন কি বৈধ?
২) বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যাম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়ম গুলি লেখ।
৩) আবর্তন কাকে বলে? উদাহরণসহ আবর্তন এর নিয়ম গুলি উল্লেখ কর।
৪) বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো ? বস্তুগত বিবর্তন কে কি প্রকৃত বিবর্তন বলে চলে? আলোচনা করো।
৫) A বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? কোন ক্ষেত্রে A বচনের সরল আবর্তন সম্ভব? O বচনের আবর্তন সম্ভব নয় কেন?

উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার কৌশল!

নিরপেক্ষ ন্যায়
১) অবৈধ সাধ্য দোষ।
২) চারিপদ ঘটিত দোষ / চতুস্পদী দোষ।
৩) অবৈধ পক্ষ দোষ।
৪) নঞর্থক আশ্রয়বাক্য জনিত দোষ।

৫) নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ, পক্ষপদ ও হেতুপদের কাজ কি?
৬) নিরপেক্ষ ন্যায়ের সংস্থান।
৭) অব্যাপ্য হেতু দোষ।

উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন পরীক্ষায় আসতে পারে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন

আরোহ যুক্তিবিজ্ঞান
১) মিলের অন্বয়ী ব্যতিরেকি পদ্ধতি উদাহরণ সহ ব্যাখ্যা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (২টি), অসুবিধা (২টি) ।
২) মিলের অন্বয়ী পদ্ধতি লেখ, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (২টি), অসুবিধা (২টি)।
৩) মিলের সহ পরিবর্তন পদ্ধতি লেখ, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (২টি), অসুবিধা (২টি)।

আরোহমূলক দোষ
১) অবৈধ সামান্যীকরণ দোষ।
২) কাকতালীয় দোষ।
৩) বহুকারনবাদ।
৪) মন্দ উপমা যুক্তি।
৫) অপর্যবেক্ষণ দোষ
৬) সহকার্যকে কারন মনে করার দোষ।

উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন সম্ভাব্য প্রশ্ন ও উত্তর

উপরে দেওয়া এই প্রশ্ন গুলি এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে প্রস্তুতিতে এই প্রশ্ন গুলি একবার চোখ তুলে নিয়ে ফেলে পরীক্ষার খাতায় লিখতে কমন আসার চান্স রয়েছে। কিন্তু পুরো বই ভালো করে জানা থাকলে তবেই এই সকল সাজেশন কাজে লাগবে নইলে বুঝতে পারার সম্ভাবনা অনেকটাই কম সকলের ক্ষেত্রে। সকল HS পরীক্ষার্থীদের জন্য ডেলি সার্চের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আরও পড়ুন:- দারুন খবর! এই কার্ড থাকলেই মাসে মাসে পাবেন 3000 টাকা। আবেদন করুন এভাবে

আরও পড়ুন:- অষ্টম শ্রেণী পাশে রাজ্যের সরকারি হোস্টেলে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন