২০২৫-এ কোন কোম্পানিগুলো আপনাদের ভাল্যু ফর মানি মোবাইল ফোন দেবে? কেনার আগে জানা জরুরি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এখন আর স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব নয়। কিন্তু এখন অনেকে গ্রাহকদের মনেই একটা প্রশ্ন ঘোরা ফেরা করে যে কোন কোম্পানি ২০২৫ সালে দাড়িয়ে বর্তমান প্রযুক্তির নিরিখে সব থেকে সেরা এবং সঠিক দামে বেশি পরিমাণ ফিচার কোন কোম্পানির তরফে দেওয়া হয়ে থাকে। যত দিন এগোচ্ছে, নিত্য নতুন প্রযুক্তি মাধ্যম কি কাজে লাগিয়ে আরো নিত্য নতুন ফিচার সমৃদ্ধ ফোন মার্কেটে আসতে চলেছে।

নতুন প্রযুক্তির যুগে সেরা স্মার্টফোন ব্র্যান্ড ২০২৫

মোবাইল ফোনের বাজারে বর্তমানে যেন প্রতিযোগিতার লড়াই! প্রত্যেকটি ব্যক্তি চায় মার্কেটে সেরা ফোন ক্রয় করার জন্য। একটা সময় একেকটি মডেলের ফোনে ব্যাপক চাহিদা থাকে। কয়েক বছর আগে প্রত্যেকটি মানুষের কাছে নোকিয়া ফোনের চাহিদা ছিল তুঙ্গে। নোকিয়া মোবাইল ফোনের সাথে একই সম সাময়িক অন্যান্য যে মোবাইল ফোন মডেল প্রতিযোগিতায় ছিল তার মধ্যে অন্যতম হলো LG (Lucky Goldstar) এবং Sony-র মতো ব্যান্ড গুলো। এর পরপরই বাজার দখল করে নিয়েছে আরও দুটি শক্তিশালী ব্র্যান্ড।

আরও পড়ুন:- শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে পায়ে এই লক্ষণগুলি দেখা যায়, জেনে নিন

Whats The Best Smartphone & Mobile Phone Company in Now Era?

সেই গুলি হল Samsung ও Apple. বর্তমান সময়ে দাড়িয়ে যে দুটি মডেল বাজারের শীর্ষ তালিকা দখল করে নিয়েছে তার মধ্যে এই দুটি অন্যতম। এই দুটি ছাড়াও সম্প্রতি আরো কয়েকটি ব্র্যান্ড শীর্ষ তালিকায় রয়েছে। বলা যায় একজন অন্য জনের থেকে খুব বেশি হারাতে পারবেনা। সম্প্রতি আরো অন্যান্য যে ব্যান্ড গুলো এসেছে কিছু দিনের মধ্যে সেই গুলিও স্যামসাং ও অ্যাপলকেও হার মানিয়ে দিতে পারে বলে অনেকেই মনে করছে।

ভারতের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড

দেখে নেওয়া যাক স্যামসাং ও অ্যাপলকে টক্কর দিতে আর কোন মোবাইল ফোন ব্র্যান্ড গুলো মোবাইল বাজারে প্রতিযোগিতায় নেমেছে। যে সমস্ত ব্যক্তিরা এই মুহূর্তে একটি ভালো ব্রান্ডের মোবাইল কেনার কথা ভাবছেন তাদের জন্যই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখে নেওয়া যাক মোবাইল বাজারে কোন মোবাইল গুলো সেরা তালিকায় রয়েছে।

২০২৫ সালের টপ ৫ স্মার্টফোন কোম্পানির মধ্যে কোনটি লাভজনক

Samsung :- প্রথমেই মোবাইল বাজারের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে Samsung মোবাইল ব্র্যান্ড। এই মোবাইল ব্রান্ড দক্ষিণ কোরিয়া দেশের। জানা যাচ্ছে, এই বছর প্রথম তিন মাসের মধ্যেই ৮ কোটি ১১ লাখ ৮৬ হাজার ৯০০ টি মোবাইল সেট বিক্রি করে বাজারের ২৩.২ শতাংশ দখল করেছে স্যামসাং। গত বছরের প্রথম দিকে এই পরিমাণ ছিল ২৪.১ শতাংশ। ২০২৫ এর প্রথম দিকেই অ্যাপলকে হারিয়ে Samsung অনেকটা এগিয়ে রয়েছে।

Apple :- বছরের প্রথম দিকেই অ্যাপল ফোন মোবাইল বাজারে দ্বিতীয় স্থানে রয়েছে। এই বছর এই ব্র্যান্ড বাজার দখল করেছে ১৪.৮ শতাংশ, যা গত বছরের প্রথম প্রান্তিক থেকে ৩ শতাংশ কম। আর স্টিভ জব ১৯৭৬ সালের ১ লা এপ্রিল এই কোম্পানি শুরু করেছিলেন এবং সেই রকমের ফিচার বা সুবিধা না থাকলেও দেশের এমন অনেক মানুষ আছেন যারা শুধু অর্ধেক অ্যাপেল লোগোর জন্য লাখ টাকা খরচ করার জন্যও রাজি হয়ে আছেন।

Huawei :- এটি একটি চীনা ব্র্যান্ড তাই চীনের স্থানীয় বাজারের পাশাপাশি ইউরোপ, মার্কিন যুক্ত রাষ্ট্র, আফ্রিকার বাজারে এই ব্যান্ডের চাহিদা খুব বৃদ্ধি পেয়েছে। বছরের প্রথম দিকে এই ব্র্যান্ড কোটি ৮৮ লাখ ৬১ হাজার ইউনিট ফোন বিক্রি করেছে। বর্তমানে হুয়াওয়ের বাজার দখল দাঁড়িয়েছে ৮.৩ শতাংশ। আর ভারতের বাজারেও খুব তাড়াতাড়ি এই কোম্পানি আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Oppo :- এটাও একটি চিনের ব্যান্ড, বছরের প্রথম তিন মাসেই এই ব্যান্ডের বিক্রি বেড়ে গিয়েছে ১৪৫ শতাংশ। স্যামসাংয়ের মতো ব্র্যান্ডকে পিছনে ফেলে বাজার দখল কেড়ে নিয়ে এগিয়ে গেছে অপো। এশিয়া প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলে অপো ফোনের বিক্রি সবচেয়ে বেশি হয়েছে। এই অঞ্চলে অপোর বিক্রি বেড়েছে ১৯৯ শতাংশ। প্রথম প্রান্তিকে অপো ১ কোটি ৬১ লাখ ১২ হাজার ৬০০ স্মার্টফোন বিক্রি করেছে।

Xiaomi :- এটাও একটি চিনা ব্র্যান্ড, চীনের বাজারে এই ফোনের ব্যাপক চাহিদা রয়েছে, এর পাশাপাশি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুলোতেও এই ফোনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বছরের প্রথম প্রান্তিকে ১ কোটি ৫০ লাখ ৪৮ হাজার শিয়াওমি ফোন বিক্রি হয়েছে। বর্তমানে বাজারের ৪.৩ শতাংশ শিয়াওমির দখলে রয়েছে। আর এক সময় এই স্মার্টফোন কোম্পানি ভারতের ১ নম্বর কোম্পানি হয়ে উঠেছিল।

স্যামসাং ও অ্যাপল ফোন যদিও মোবাইল বাজারের শীর্ষস্থানে রয়েছে, তবে এর পাশাপাশি উপরে আলোচিত এই তিনটি মোবাইল ব্র্যান্ড এই গুলোর জায়গায় দখল করার জন্য লড়াইয়ে নেমেছে ইতিমধ্যে। আর কিছু দিন পরই এই পাঁচটি মোবাইল ফোন ব্র্যান্ডের মধ্যে প্রতিযোগিতার রেষারেষি অনেকটাই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। আর এই জন্য দাম অনেকটাই কমবে ফলে আখেরে গ্রাহকদের খুবই সুবিধা হতে পারে।

আরও পড়ুন:- কাউন্টার থেকে কেনা ট্রেনের টিকিট অনলাইনেই বাতিল করা যাবে ! জানুন পদ্ধতি

আরও পড়ুন:- ভারতের কোথায় মুসলিম ধর্ম ছাড়ার হিড়িক? কোথায় ইসলামে আস্থা? হাল জানুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন