২০২৫ সালে ২০০০০ এর নিচে সেরা স্মার্টফোন। বিস্তারিত দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কম দামে বেশি ফিচার পাওয়া সেরা স্মার্টফোন (Best Smartphone 2025) পাওয়ার জন্য অনেকেই দিন রাত এক করে খোঁজ খবর করে যাচ্ছে। বিশেষ করে দেশের যুব সমাজের কাছে এই মোবাইল ফোনের গুরুত্ব অনেক বেশি এবং এই সময়ে তেমন কোন কাজ না করার জন্য অনেকেই আছে যারা বেশি টাকা খরচ করতে পারে না। তাই তারা বাজেট স্মার্টফোনের সন্ধানে ইন্টারনেটে খবর নিয়ে থাকে। আর আজকে আমরা এই সম্পর্কে সেরা কয়েকটা ফোনের তালিকা আপনাদের জন্য নিয়ে এসেছি।

বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন ২০২৫

বর্তমান সময়ে দাঁড়িয়ে হাতের মুঠোয় ফোন ছাড়া এক মুহুর্ত চলা অসম্ভব। ফোন শুধুমাত্র ফোন করার জন্যই নয়, পড়াশুনা সংক্রান্ত ব্যাপার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি মোবাইল ফোন বেশ কিছু বছর হয়ে গেলে প্রত্যেকেরই নতুন মোবাইল ফোন কেনার প্রতি ঝোঁক বাড়ে। বিশেষ করে নতুন বছর শুরু হওয়ার পরে অনেক নতুন মডেল বের হয় কিম্বা অনেক কম দামে ভালো মডেল পাওয়া যায়।

Best Smartphone Under 20000

২০২৫ সালের যে সমস্ত মোবাইল ফোন মাত্র কুড়ি হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সে সমস্ত মোবাইল ফোনের সম্পর্কে বলা থাকছে। গত বছর থেকে বেশ কয়েকটি ভালো ব্র্যান্ডের স্মার্টফোন ভারতীয় বাজারে চালু হয়েছে। আপনি আপনার সাধ্যের মধ্যে এই সেরা বাজেট স্মার্টফোন গুলি ক্রয় করতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন বিকল্প বেছে নেওয়ার সুযোগ থাকছে।

সেরা বাজেট স্মার্টফোন ২০২৫

আপনি যদি এই মুহূর্তে নিজের জন্য একটি নতুন মিড রেঞ্জের মধ্যে সেরা স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন, সেখানেও থাকছে অনেক বিকল্প। ২০,০০০ এর কম দামে যে সমস্ত স্মার্ট ফোন তালিকায় রয়েছে, সেই গুলো হলো Samsung, iQOO, Redmi ইত্যাদি। এই সকল সেরা স্মার্টফোন গুলোতে স্ক্রিন থেকে শুরু করে ক্যামেরা, ব্যাটারি সহ পারফরমেন্স দুর্দান্ত পাওয়া যাবে।

Best Budget Smartphone 2025

Samsung Galaxy F55 5G :- স্যামসং কোম্পানি একটি দুর্দান্ত কোম্পানি যেটি অনেক বছর ধরে সুনাম ধরে রেখেছে বাজারে। এই Samsung ফোন কেনা আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। এর মধ্যে রয়েছে 8 GB RAM এবং 128 GB স্টোরেজ, এর দাম রয়েছে 20,490 টাকা। যদিও আপনি কেনার সময় ২০০০ টাকা ছাড় পেয়ে 18,490 টাকায় পেয়ে যাবেন। এটিতে একটি বড় 6.7 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, Snapdragon 7 Gen 1 SoC দ্বারা চালিত এবং একটি 5000 mAh ব্যাটারি প্যাক রয়েছে। এই স্মার্ট ফোনটি আপনি চাইলে অনায়াসে ক্রয় করতেই পারেন।

আরও পড়ুন:- WEBCSC দপ্তরে চাকরির বিশাল সুযোগ! মাসিক বেতন ৭১,৫৭৫/ – টাকা, বিস্তারিত দেখে নিন

iQOO Z9 5G :- এই স্মার্টফোনটির দাম রয়েছে 19,999 টাকা। এই ফোনে থাকছ 8 GB RAM এবং 128 GB ROM. আপনি Amazon এই ফোনটি পেয়ে যাবেন, সেখান থেকেও অনলাইনে অর্ডার করতে পারবেন। এই স্মার্ট ফোনটি কিনলে আপনি ২০০০ টাকার একটি ব্যাংক অফার পাবেন, এর ফলে এর দাম দাঁড়াবে 17,999 টাকা। এই ফোনে 120 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে রয়েছে, যেটি MediaTek Dimensity 7300 SoC দ্বারা চালিত এবং একটি 5500 mAh ব্যাটারি আছে। আপনার বিকল্পের তালিকায় এই ফোনটি রাখতেই পারেন।

Redmi Note 10 Pro :- রেডমি বর্তমান সময়ের নামকরা মডেল। আপনি আপনার পছন্দের তালিকায় সেরা রেডমি ফোন করে একটি রাখতে পারেন। এর দাম রয়েছে 19,999 টাকা। এই ফোনে থাকছে 8 GB RAM এবং 128 GB স্টোরেজ। ফোনটিতে রয়েছে একটি বিশাল 6.67 ইঞ্চি ডিসপ্লে, যেটি একটি Snapdragon 7s Gen 2 SoC দ্বারা চালিত। এটি একটি 5100 mAh ব্যাটারি দ্বারা নির্মিত।

২০২৫ সালের যে সমস্ত স্মার্টফোন বাজারে কুড়ি হাজার টাকার মধ্যে রয়েছে তার মধ্যে এই তিনটি স্মার্টফোন অন্যতম। আপনার পছন্দের তালিকা এই তিনটি স্মার্টফোনের মধ্যে যখন একটি আপনি ক্রয় করতে পারেন। এই স্মার্ট ফোন গুলো বর্তমান সময় বাজারে খুবই সুলভ মুল্যে ভালো কাজ দিচ্ছে। আর সহজ EMI অপশনের মাধ্যমেও আপনারা এই ফোন কিনতে পারবেন।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন