Bangla News Dunia, Pallab : আগে ব্যাংকে টাকা রাখলেই এক প্রকার নিশ্চিন্তে থাকা যেত। কিন্তু সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে। এখন গ্রাহকরা যেকোন মুহূর্তে যেকোন জায়গা থেকে নিজেই নিজের টাকায় হাত দিতে পারে। আর এই প্রযুক্তির মধ্যেই তৈরি হয়েছে নতুন এক চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI New Rules)।
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন
কী সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক?
জানা যাচ্ছে, ২০২৬ সালের ১লা এপ্রিল থেকে দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাংককে আরও সচেতন হতে বলা হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। আর এই নতুন নিয়ম অনুযায়ী ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা থাকা খুচরা এবং ক্ষুদ্র ব্যবসায়ী গ্রাহকদের আমানতের উপর ব্যাংকগুলোকে অতিরিক্ত ২.৫% নগদ অর্থ আলাদা করে রাখতে হবে।
আর এটি এক প্রকার সতর্কতা ব্যবস্থা, যাতে কোনরকম আকস্মিক আর্থিক চাপ দেখা দিলে যেন সেই সময় ব্যাংকে পর্যাপ্ত নগদ টাকা মজুক থাকে।
কাদেরকে মানতে হবে এই নিয়ম?
এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, এই নির্দেশিকা সমস্ত বাণিজ্যিক ব্যাংককেই মানতে হবে, সে সরকারি হোক, বেসরকারি হোক বা বিদেশি ব্যাংক, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তবে পেমেন্ট ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকগুলোকে এই নিয়মের বাইরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।