Bangla News Dunia, Pallab : কেন্দ্র সরকার (Central Government) ভারতের দরিদ্র মানুষদের দশেরা উপলক্ষে কিছু বিশেষ উপহার দিতে চাইছেন। ভারতবর্ষে প্রচুর মানুষ আছেন, যারা দরিদ্র যারা দুবেলা ভালোমতো খেতে পারেন না, এই সকল মানুষদের জন্য কেন্দ্র সরকার বিনামূল্যে চাল বিতরণ করবেন।
আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?
মন্ত্রিসভাতে এরকম একটি প্রকল্প বর্তমানে অনুমোদন পেয়েছে, এই প্রকল্পের জন্য বিজেপি সরকার প্রায় ১৭ কোটি টাকা বিনিয়োগ করছে। ২০২৪ সালের জুলাই থেকে এই চাল বিতরণ করা শুরু হবে ও এই চাল বিতরণ চলবে ২০২৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় (Central Government) মন্ত্রীসভার বৈঠকে স্থির হয় যে, খাদ্য আইন ও অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের জন্য মোট বরাদ্দ করা হবে ১৭০৮২ কোটি টাকা।
এই প্রকল্পের মাধ্যমে ২০২৪ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত গরীব মানুষদের বিনামূল্যে চাল বিতরণ করা হবে। কেন এই চাল বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।