২১শের বিধানসভায় বাংলায় পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ? এক্সিটপোল পর্ব – আলিপুরদুয়ার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ২১শে বাংলায় পদ্ম নাকি জোড়াফুল ? বিধানসভাতে বাংলায় পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ? তাই নিয়ে আমাদের মহাএক্সিটপোল অর্থাৎ কিছু আভাষ দেয়ার চেষ্টা। ২০১১-র বাংলায় পরিবর্তনের পর শক্তি বাড়িয়েছে জোড়া ফুল। তারপর একে একে লোকসভা থেকে পঞ্চায়েত সব তাদের দখলে গেছে। কিন্তু ধাক্কা আসতে শুরু করছে ২০১৮র পঞ্চায়েত থেকে। সেখানে বাঁধ ভাঙা সন্ত্রাসের পরও উত্থান হয়েছে বিজেপির। তার পুরোপুরি পরিণতি ২০১৯-র লোকসভায় বিজেপির ১৮টি আসন জয় দিয়ে। তবে ২১সে কি হবে সেটা বলার আগে কিছু বিষয় যেমন করোনা , রেশন থেকে আমফান দুর্নীতি। তার সাথে বিরোধীদের তোষণের অভিযোগ এই সব কিছু ইস্যু হতে চলেছে। তাই এক নজরে কি হবে আগামী বিধানসভাতে।

জেলা – আলিপুরদুয়ার

লোকসভা – আলিপুরদুয়ার ও বিধানসভা আসন হল ৫ টি ।

বিধান সভা ধরে বিশ্লেষণ ——–

১. কুমার গ্রাম আসন টিতে ২০১৬ সালে জিতেছিল তৃণমূল কংগ্রেস । ২০১৯ সালের লোকসভা ভোটে জয়ী বিজেপি ।

আমাদের সমীক্ষা অনুযায়ী ২০২১এ সম্ভাব্য জয়ী বিজেপি ।

২. কাল চিনি আসন টিতে ২০১৬ সালে জিতেছিল তৃণমূল কংগ্রেস । ২০১৯ সালের লোকসভা ভোটে জয়ী বিজেপি ।

আমাদের সমীক্ষা অনুযায়ী ২০২১এ সম্ভাব্য জয়ী বিজেপি।

৩. আলিপুর দুয়ার আসন টিতে ২০১৬ সালে জিতেছিল তৃণমূল কংগ্রেস । ২০১৯ সালের লোকসভা ভোটে জয়ী বিজেপি ।

আমাদের সমীক্ষা অনুযায়ী ২০২১এ সম্ভাব্য জয়ী বিজেপি।

৪. মাদারি হাট আসন টিতে ২০১৬ সালে জিতেছিল বিজেপি । ২০১৯ সালের লোকসভা ভোটে জয়ী বিজেপি ।

আমাদের সমীক্ষা অনুযায়ী ২০২১এ সম্ভাব্য জয়ী বিজেপি।

৫. ফালা কাটা আসন টিতে ২০১৬ সালে জিতেছিল তৃণমূল কংগ্রেস । ২০১৯ সালের লোকসভা ভোটে জয়ী বিজেপি ।

আমাদের সমীক্ষা অনুযায়ী ২০২১এ সম্ভাব্য জয়ী বিজেপি।

আরো পড়ুন :- ৭০-এ পা দিলেন নামো ! ফিরে দেখা কিছু স্মৃতি

আগামী দিনে আরো জেলা নিয়ে বিশ্লেষণ করবো । কি হবে বাংলার গতিপথ সবটাই পরিষ্কার হবে আগামী নির্বাচনে।

Highlights

1. ২১শের বিধানসভায় বাংলায় পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ?

2.কি হবে বাংলার গতিপথ সবটাই পরিষ্কার হবে আগামী নির্বাচনে

        #BJP #TMC #CPIM #VOTE

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন