২১শে এপ্রিল থেকে রেশন কার্ডের নয়া নিয়ম ! না মানলেই বন্ধ বিনামূল্যে রেশন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : রেশন কার্ড (Ration Card), যা বছরের পর বছর ধরে কোটি কোটি মানুষের জীবনের সবথেকে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের খরচের সাশ্রয় এনে দেয় এই কার্ডটি। বিশেষ করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের জন্য এটি যেন আশীর্বাদ।

তবে এবার সেই ব্যবস্থায় আসছে বড়সড় পরিবর্তন। সরকার জানিয়েছে যে, ২১শে এপ্রিল, ২০২৫ থেকে রেশন ব্যবস্থায় চালু হবে নতুন সব নিয়ম। আর এই নিয়মগুলি না মানলে বিনামূল্য রেশন বন্ধ করে দেওয়া হতে পারে।

আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন

কেন এই পরিবর্তন?

আসলে গত কয়েক বছর ধরে নানা জেলায় খুঁজে পাওয়া গিয়েছে একাধিক ভুয়ো রেশন কার্ড, মৃত ব্যক্তির নামে রেশন কার্ড। আর এই সমস্ত অনিয়ম রোধ করতেই কড়া সিদ্ধান্তের পথে হেঁটেছে কেন্দ্র সরকার। লক্ষ্য একটাই- প্রকৃত অভাবী এবং নিম্নবিত্ত মানুষ যেন এই প্রকল্পের সুবিধা পান।

কী কী বদল আসছে রেশন ব্যবস্থায়?

এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, রেশন ব্যবস্থায় কিছু নতুন নিয়ম চালু করা হচ্ছে। সেগুলি হল-

  • এবার থেকে সমস্ত রেশন গ্রাহকদের আধার লিঙ্ক বাধ্যতামূলক করতে হবে। নাহলে রেশন বন্ধ হতে পারে।
  • যাদের একাধিক রেশন কার্ড রয়েছে, তাদের কার্ড বাতিল হয়ে যেতে পারে। এক পরিবারের একটি রেশন কার্ড থাকবে।
  • যারা পুরনো রেশন কার্ডধারী, তাদের প্রত্যেককে আধার কার্ড এবং যাবতীয় তথ্য জমা দিতে হবে। অর্থাৎ কেওয়াইসি আপডেট করতে হবে। 
  • এবার থেকে যেকোনো রাজ্য থেকে রেশন তোলা যাবে। 
  • মৃতদের নাম আর রেশন তালিকায় রাখা যাবে না। 
  • রেশন তুলতে গেলে আঙ্গুলের ছাপ বা ওটিপি বাধ্যতামূলক। 
  • নতুন আবেদনকারীদের ঠিকানার পরিচয়পত্র জমা দিতে হবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন