২১শে জুলাই তৃণমূলের সমাবেশের জেরে বন্ধ স্কুল, কোন স্কুল গুলো বন্ধ ? রইল তালিকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাইয়ের সমাবেশের কারণে সৃষ্ট যানজটের আশঙ্কায় কলকাতার বেশ কয়েকটি স্কুল সোমবার, ২১শে জুলাই বন্ধ থাকবে। এই সমাবেশের জন্য কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই বেশ কিছু শর্ত আরোপ করেছে। প্রত্যাশিত যানজট এবং অসুবিধার কথা মাথায় রেখে, শহরের অনেক নামকরা স্কুল তাদের সময়সূচীতে পরিবর্তন এনেছে। কিছু স্কুল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, আবার কিছু স্কুল অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। অভিভাবক ও ছাত্রছাত্রীদের সুবিধার জন্য, আমরা এই প্রতিবেদনে স্কুলগুলির একটি বিস্তারিত তালিকা এবং তাদের গৃহীত পদক্ষেপ গুলি তুলে ধরলাম।

আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের

মূল পরিস্থিতি

প্রতি বছর ২১শে জুলাই তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কলকাতায় আসেন, যার ফলে শহরের যান চলাচল ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। এই পরিস্থিতি এড়াতে এবং ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সমাবেশস্থলে পর্যাপ্ত নিরাপত্তা এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু শহরের বাকি অংশে এর প্রভাব পড়া স্বাভাবিক। তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

কোন কোন স্কুল বন্ধ থাকছে এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

এখানে কলকাতার কিছু মুখ্য স্কুলের তালিকা দেওয়া হল যারা ২১শে জুলাইয়ের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে:

  • সম্পূর্ণরূপে বন্ধ:
    • সেন্ট জেমস হাই স্কুল: স্কুল কর্তৃপক্ষ ২১শে জুলাই সম্পূর্ণ ছুটি ঘোষণা করেছে।
    • ক্যালকাটা গার্লস হাই স্কুল: সোমবারের পরিবর্তে, শনিবার ক্লাস নেওয়া হবে।
    • প্র্যাট মেমোরিয়াল স্কুল: এই স্কুলটিও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
    • গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল: এই দিনে কোনো ক্লাস হবে না।
  • অনলাইন ক্লাস:
    • ক্যালকাটা বয়েজ স্কুল: ছাত্রছাত্রীরা বাড়িতে থেকেই অনলাইন ক্লাসে অংশ নেবে।
    • লা মার্টিনিয়ার ফর বয়েজ: এই স্কুলেও অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
    • লা মার্টিনিয়ার ফর গার্লস: ছেলেদের স্কুলের মতোই এখানেও অনলাইন ক্লাস হবে।
    • সুশীলা বিড়লা গার্লস স্কুল: ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে।
    • বালিগঞ্জ শিক্ষা সদন: শিক্ষকরা স্কুলে এসে অনলাইন ক্লাস পরিচালনা করবেন, কিন্তু ছাত্রছাত্রীরা বাড়িতে থাকবে।
  • অন্যান্য ব্যবস্থা:
    • মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি: ছাত্রছাত্রীদের জন্য ‘স্টাডি লিভ’ ঘোষণা করা হয়েছে।
    • সাউথ পয়েন্ট স্কুল: নিয়মিত ক্লাসের পরিবর্তে, সকাল ১১:৩০ পর্যন্ত একটি অভিভাবক-শিক্ষক বৈঠকের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন