২১ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযান হচ্ছে, অনুমতি দিল হাইকোর্ট

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ২১ জুলাই (21 July) কলকাতায় তৃণমূলের (TMC) শহিদ দিবস পালনের অনুষ্ঠান। আর ওইদিনই উত্তরকন্যা অভিযানের (BJP Uttarkanya Abhijan) ডাক দিয়েছে বিজেপির যুবমোর্চা। বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে সেই মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালত জানিয়েছে, মিছিলে অংশগ্রহণ করতে পারে দশ হাজার মানুষ। মিছিল হবে তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি ময়দান ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত।

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

প্রসঙ্গত, তৃণমূলের শহিদ দিবস পালনের অনুষ্ঠানের দিনটিকে উত্তরকন্যা অভিযানের কর্মসূচির দিন হিসেবে বেছে নেয় বিজেপি। কসবা কাণ্ডের প্রতিবাদমঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘যেদিন মমতার ডিমভাতের অনুষ্ঠান হবে কলকাতায়, সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করবে।’ উত্তরকন্যা অভিযানে প্রথমে অনুমতি দেয়নি পুলিশ। ২১ জুলাইয়ে কলকাতায় পূর্ব নির্ধারিত সমাবেশের কারণে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করা যাবে না বলে চিঠি দিয়ে বিজেপির যুব মোর্চাকে জানিয়েছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। তবে সেই অভিযানের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। উচ্চ আদালত জানিয়েছে, শর্ত সাপেক্ষে মিছিল করা যাবে।

আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন