Bangla News Dunia, Pallab : মঙ্গলবার দুপুরে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ হামলা চালিয়েছে জঙ্গিরা (Pahalgam Terror Attack)। ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন। এই ঘটনার পরই বিশ্বের বহু দেশ এই কঠিন সময়ে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। এবার প্রায় একদিন পর পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে মুখ খুলল ভারতের প্রতিবেশী বাংলাদেশ (Bangladesh)। বুধবার দুপুরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিদেশমন্ত্রকের বিবৃতির পরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও (Muhammad Yunus) ঘটনায় শোকপ্রকাশ করেছেন।
আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন
এদিন দুপুরে বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়ায় বিবৃতিতে বলা হয়, ‘ভারতের জম্মু ও কাশ্মীরের জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এই নির্বোধ সহিংসতার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। সেই সঙ্গে এই হিংসামূলক কর্মকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছে বাংলাদেশ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে বাংলাদেশ নিজের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।’
এই বিবৃতি পোস্টের ঘণ্টাখানেক পরই সোশ্যাল মিডিয়ায় আলাদা করে বিবৃতি দিয়েছেন খোদ মুহাম্মদ ইউনূস। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘কাশ্মীরের পহেলগাঁওয়ে সংঘটিত জঙ্গি হামলার ফলে প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা রইল। আমরা এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান বরাবর দৃঢ়, তা পুনর্ব্যক্ত করলাম।’