SBI JanNivesh SIP Scheme: বর্তমানে কম ইনভেস্টে অধিক লাভে সকলেই আগ্রহী। তবে সঠিক এবং বিশ্বস্ত বিয়োগের স্কিম সংক্রান্ত তথ্যের অভাবে বিফল হয়ে থাকেন। তাই আজকে আমরা এমনি এক অথেন্টিক স্কিম নিয়ে হাজির হয়েছি যেখানে আপনারা মাত্র ২৫০ টাকা জমা করে ১৭ লক্ষ টাকার সুবিধা পেয়ে যাবেন। তাই আপনি যদি কম ইনভেস্টে অধিক লাভবান হতে চান তাহলে তাহলে এই স্কিমটিতে বিনিয়োগ করুন। আজকের প্রতিবেদনে আমরা JanNivesh SIP স্কিম সমন্ধিত বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি। তাই আপনারা যারা কম ইনভেস্টে অধিক লাভবান হতে চান তারা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন। আজকের প্রতিবেদনে JanNivesh SIP স্কিম কি? JanNivesh SIP স্কিম কি কি সুবিধা পাওয়া যাবে? কিভাবে আবেদন করবেন? প্রভৃতি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

JanNivesh SIP স্কিম
এই JanNivesh SIP এর মিনিমাম ইনভেস্টমেন্ট মাত্র 250 থেকে শুরু করা যায়। আপনি দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে ইনভেস্ট করতে পারেন। প্রথম-বার ইনভেস্টর, ছোট সেভার, সেল্ফ-এমপ্লয়েড বা অন-অর্গানাইজড সেক্টরের মানুষদের জন্য ডিজাইন করা হয়েছে। এই বিনিয়োগ যদি ২৫০ টাকা বিনিয়োগ করেন তাহলে ১৭ লক্ষ টাকা পাওয়া যায়। ৩০ বছর ধরে যদি আপনি ২৫০ টাকা করে প্রতি মাসে জমা করেন, তাহলে মোট ৯০ হাজার টাকা জমা পড়বে। সেক্ষেত্রে বছরে ১৫% রিটার্ন ধরলে আপনার ফান্ড আসবে ১৭.৩০ লক্ষ টাকা। এই বিনিয়োগ আপনি যদি ৪০ বছরের চালিয়ে নিয়ে যেতে পারেন তাহলে সুদে-আসলে মোট ৭৮ লক্ষ টাকার কাছাকাছি পেয়ে যাবেন।
JanNivesh SIP স্কিম সুবিধা:
JanNivesh SIP স্কিম সুবিধা গুলো হল এখানে খুব কম টাকা দিয়েও SIP শুরু করা যায়। এটি নতুন ও ছোট সেভারদের জন্য উপযোগী। ফ্লেক্সিবিলিটি বিভিন্ন ফ্রিকোয়েন্সি অপশন পাওয়া যায়। ডিজিটাল প্ল্যাটফর্ম সহ সহজ অ্যাক্সেস সুবিধা রয়েছে। SBI Balanced Advantage Fund-এর মাধ্যমে রিস্ক ম্যানেজমেন্ট।
JanNivesh SIP স্কিম আবেদন পদ্ধতি:
JanNivesh SIP স্কিম আবেদনের জন্য আপনাদের কিছু ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্য নিতে হবে। আপনারা চাইলে ডিজিটাল platform গুলি যথা – SBI YONO অ্যাপ, Paytm ও অন্যান্য ফিনটেক প্ল্যাটফর্মে সরাসরি আবেদন জানাতে পারবেন।
YONO মাধ্যমে আবেদন পদ্ধতি:
YONO মাধ্যমে আবেদনের জন্য সর্বপ্রথমে YONO অ্যাপ ওপেন করুন। Invest in Mutual Fund সেকশনে যান, সেখানে JanNivesh SIP অপশন নির্বাচন করুন। এর পর ইনভেস্টমেন্ট ফ্রিকোয়েন্সি বাছাই করুন, এখানে আপনারা চাইলে দৈনিক, সাপ্তাহিক অথবা মাসিক ইনভেস্টমেন্ট এর অপশন পেয়ে যাবে। তার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ইউপিআই অটোপে ম্যানডেট (UPI Autopay) সেটআপ করুন, যাতে স্বয়ংক্রিয়ভাবে SIP টাকা ডেবিট করা যায়।
Paytm মাধ্যমে আবেদন পদ্ধতি:
Paytm মাধ্যমে আবেদন করতে চাইলে প্রথমে Paytm অ্যাপ খুলুন তারপর Do More with Paytm সেকশনে গিয়ে JanNivesh SIP আইকন ট্যাপ করুন। ইনভেস্টমেন্ট ফ্রিকোয়েন্সি (Daily / Weekly / Monthly) নির্বাচন করুন। তার পর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট লিখুন সর্বনিম্ন 250 টাকা।PAN ডিটেইলস দিন এবং KYC সম্পূর্ণ করলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
পরিশেষে বলা যায় আপনারা যারা কম ইনভেস্টে অধিক লাভবান হতে চান তাদের জন্য JanNivesh SIP স্কিমটি অতি সুবিধাজনক। এই স্কিমে আপনারা যে সমস্ত সুবিধা পাবেন তা অন্যান্য স্কিম নাও পেতে পারেন। তাই প্রকল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অনায়াসে আবেদন জানাতে পারেন।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You














