ভেবে দেখুন তো, আগামী ২৫ বছর যদি এক টাকাও খরচ না করে বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন, তাহলে কেমন হবে? শুনতে অবিশ্বাস্য লাগলেও একেবারে সত্যি। কারণ, কেন্দ্র সরকার এবার চালু করেছে পিএম সূর্যঘর যোজনা, যা এখন BPL এবং EWS পরিবারদের বিশেষ সুবিধা দিচ্ছে।
জানা যাচ্ছে, এই প্রকল্পে যোগ দিলে আগামী ২৫ বছর পর্যন্ত পরিবারকে কোনওরকম বিদ্যুতের খরচ দিতে হবে না। শুধু তাই নয়, বাড়ির ছাদে একটি নিজের ব্যক্তিগত সৌর বিদ্যুতের কারখানা থাকবে। যেখান থেকে তৈরি হওয়া বিদ্যুৎ আবার বিক্রি করতে পারবেন।
বড়সড় ঘোষণা কেন্দ্রের
আসলে সরকারের মূল লক্ষ্য ছিল গরিব পরিবারেরকে বিদ্যুতের চাপ থেকে মুক্তি দেওয়া এবং নিজেদের সৌর বিদ্যুৎ তৈরি করে সুযোগ দেওয়া। পাশাপাশি আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা আর পরিবেশবান্ধব শক্তির ব্যবহার কমানো। আর এই উদ্যোগে কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ করছে। কারণ, লক্ষ্য একটাই, যাতে BPL এবং EWS পরিবারের ঘরে ঘরে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে যায়, আর বিল নিয়ে কোনও মাথা ব্যথার কারণ না থাকে।
কাদের জন্য ফ্রি বিদ্যুৎ পরিষেবা?
এই প্রকল্পের আওতায় মূলত বেশ কিছু শ্রেণীর মানুষ সুবিধা ভাবে। প্রথমত, BPL রেশন কার্ড থাকতে হবে। দ্বিতীয়ত, EWS ক্যাটাগরির পরিবারের সদস্যরাও সুবিধা পাবে। এছাড়া যাদের মাসিক বিদ্যুৎ খরচ ১০০ ইউনিটের কম, তারা এই বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। পাশাপাশি SC/ST পরিবারের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়া হবে।
সরকারের একটি হিসাব অনুযায়ী, প্রায় ১.৫ লক্ষ BPL পরিবার এবং ৩.৪ লক্ষেরও বেশি EWS পরিবার এই প্রকল্পের আওতায় সুবিধা পাবে। আর একে শুধুমাত্র আর্থিক সাহায্য বলা চলে না, বরং সামাজিকভাবে দুর্বল শ্রেণীর মানুষকে আরও শক্তিশালী করে তোলার চেষ্টা।
কীভাবে কাজ করবে এই ২৫ বছর ফ্রি বিদ্যুৎ পরিষেবা?
আসলে এই প্রকল্পের সবথেকে বড় আকর্ষণ হল রুফ টপ সোলার প্যানেল। প্রতিটি যোগ্য ঘরের ছাদে একটি করে ১ কিলোওয়াটের সৌর প্যানেল লাগানো হবে। আর সেই প্যানেল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় বিদ্যুৎ তৈরি হবে। পরিবারের খরচ যদি কম হয়, তাহলে বাকি বিদ্যুৎ গ্রিডে বিক্রিও করে দেওয়া যাবে।
সরকার কত টাকা দিচ্ছে?
এই প্রকল্পের সবথেকে বড় স্বস্তির জায়গা হল সরকারের ভর্তুকি। কারণ, কেন্দ্র সরকার ৩০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। পাশাপাশি রাজ্য সরকার আরও ১৭,৫০০ টাকা দিচ্ছে। আর SC/ST পরিবারদের অতিরিক্ত ১৫,০০০ টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছে। ফলে মোট ভর্তুকির পরিমাণ এতটাই বেশি হয়ে যাচ্ছে যে, পরিবারগুলোর নিজেদের পকেট থেকে সামান্য টাকা খরচ করলেই হবে। টানা ২৫ বছর বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার করা যাবে।
আরও পড়ুনঃ ৩০ নভেম্বর লাস্ট ডেট! তারপর এইসব লোকেদের রেশন কার্ড বন্ধ হয়ে যাবে
কীভাবে আবেদন করবেন?
এই প্রকল্পে যারা যুক্ত হতে চান, তাদেরকে স্থানীয় সরকারি অফিসে যোগাযোগ করতে হবে, অথবা সরাসরি অফিসিয়াল সাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। শুধুমাত্র প্রয়োজনীয় ডকুমেন্ট থাকলেই হবে।














