Bangla News Dunia, দীনেশ :- বাংলা থেকে শিক্ষা নিল ত্রিপুরা (Tripura)? নাকি বাংলার অবস্থা দেখে আগেভাগেই সতর্ক হল ত্রিপুরা সরকার? পরিস্থিতি কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। একদিকে সোমবার সকালে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজী ইন্ডোরে ‘চাকরিহারাদের’ সঙ্গে বৈঠক করছেন, তখন ত্রিপুরায় বাতিল করা হল দমকল বিভাগের লিখিত পরীক্ষা। এমন সিদ্ধান্তের কারণও জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। তাদের কথায়, পরীক্ষায় বড় ভুল এবং গোলমাল শনাক্ত করা হয়েছে। তাই পরীক্ষা বাতিল করা হল। পরে জানান হবে নতুন পরীক্ষার দিন (Fire and emergency service recruitment)।
আরও পড়ুন:- টার্গেট পূরণে ব্যর্থ হওয়ায় কর্মচারীকে কুকুরের মতো হাঁটানো হল, কোথায় ঘটলো এমন ঘটনা ?
জানা গেছে, ২০২৩ সালের ৮ জানুয়ারি ত্রিপুরার দমকল এবং জরুরি পরিষেবা দপ্তরে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয়েছিল। কিন্তু দু’বছর পেরিয়ে গেলেও পরীক্ষার ফলপ্রকাশ করা হয়নি। দ্রুত ফলপ্রকাশের দাবিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্ণপাত না করে পরীক্ষাই বাতিল করে দেওয়া হয়।
আরও পড়ুন:- ভারতীয় সিনেমার গল্প নিয়ে তৈরি হয়েছে একাধিক হলিউড ছবি! বিস্তারিত জেনে নিন
প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকায় গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট (Supreme Court) বাংলার ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করে। গোটা ঘটনার জন্য রাজ্যের সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধী এবং চাকরিহারারা। এই ঘটনা থেকে শিক্ষা নিয়েই কি ত্রিপুরার বিজেপি (BJP) সরকার লিখিত পরীক্ষা বাতিল করে দিল? নাকি বিজেপি পরিচালিত সরকার জনমানসে নিজেদের সততা প্রমাণ করতে এমন কাজ করল? তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
আরও পড়ুন:- ডকুমেন্ট আপনার, সিমকার্ড তুলেছে অন্য কেউ। কী ভাবে বুঝবেন? জেনে নিন