Bangla News Dunia, Pallab : ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী শনিবার (২৯ মার্চ)। এটি একটি আংশিক সূর্যগ্রহণ। তবে এবার সেটিও দেখার সুযোগ হবে না ভারতবাসীর।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন
চাঁদ পৃথিবীর কাছাকাছি এসে সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান নিলে সূর্যের আলো আংশিকভাবে পৃথিবীতে পৌঁছোয় এবং চাঁদের ছায়া পড়ে পৃথিবীর একটি নির্দিষ্ট এলাকায়। সাধারণত চাঁদ, পৃথিবী এবং সূর্যের অবস্থানের তারতম্যের জন্য তিন ধরনের সূর্যগ্রহণ হয়। পূর্ণগ্রাস, খণ্ডগ্রাস এবং বলয়গ্রাস সূর্যগ্রহণ।
বড় প্রশ্ন হল, ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে কি না। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২৯ মার্চের এই আংশিক সূর্যগ্রহণ ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং আর্কটিক (উত্তর মেরু) অঞ্চলের কিছু অংশ থেকে দেখা যাবে। আরও পরিষ্কার করে বললে, এই সূর্যগ্রহণ মূলত নিউ ইয়র্ক, বস্টন, মন্ট্রিল এবং কুইবেক সহ উত্তর আমেরিকার কিছু অংশে দৃশ্যমান হবে। এছাড়া আফ্রিকার কিছু অংশ, সাইবেরিয়া, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ইউরোপের কয়েকটি অঞ্চলে এই গ্রহণ দেখা যাবে। তবে না! ভারতের আকাশে এটি দেখা যাবে না। কারণ চাঁদের ছায়া ভারতের ওপর এবার পড়বে না।
ভারতীয় সময় অনুযায়ী, সূর্যগ্রহণ শুরু হবে দুপুর ২:২০ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬:১৩ মিনিটে। গ্রহণের সর্বোচ্চ অবস্থা হবে বিকেল ৪:১৭ মিনিটে। নাসার পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে দুটি সূর্যগ্রহণ হবে। ২৯ মার্চের পর দ্বিতীয়টি ২১ সেপ্টেম্বর দেখা যাবে।