Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পরপর ২ দিন। সোমবারের পরে মঙ্গলবারও লাফ দিয়ে বাড়ল ইটারনালের শেয়ার দর। জ়োম্যাটো ও ব্লিনকিটের মূল সংস্থার স্টকের দর পরপর ২ দিনে বেড়েছে প্রায় ২১%। পরে অবশ্য কিছুটা নেমে আসে। ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকের রেজ়াল্ট বেরনোর পরেই লাফ দিয়েছে সংস্থার শেয়ারের দর। মঙ্গলবার বাজার খুলতেই NSE-তে ১৪.৫৫% বেড়ে ইটারনাল-এর শেয়ার পৌঁছে যায় ৩১১.২৫ টাকায়।
১৮ জুলাই, শুক্রবার এই সংস্থার শেয়ার দর দাঁড়িয়েছিল ২৫৭.২০ টাকায়। মঙ্গলবার বাজার শুরুর পরেই সেটা পৌঁছে যায় ৩১১.২৫ টাকায়। পরে অবশ্য তা কিছুটা কমে যায়। কিন্তু কেন এই লাফ?
কী কারণে এত লাফ?
সোমবার, সংস্থার ২০২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে নেট প্রফিট ২৫ কোটি টাকা হয়েছে। আগের ত্রৈমাসিকের থেকে যা কম। গত অর্থবর্ষের একই ত্রৈমাসিক থেকে তা আরও কম। যদিও সংস্থার তরফে জানানো হয়েছে, বিজ়নেস টু কনস্যুমার ক্ষেত্রে তাদের নেট অর্ডার ভ্যালু গত বছরের তুলনায় বেড়েছে ৫৫%। গত ত্রৈমাসিকের হিসেবে বেড়েছে ১৬%। এরই সঙ্গে এই প্রথম ব্লিনকিটের নেট অর্ডার ভ্যালু, জ়োম্যাটের তুলনায় অনেকটা বেশি হয়েছে।
এই স্টক কি কেনা উচিত?
জ্রেফিস-এর তরফে মনে করা হচ্ছে, ২০২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট ভালো-মন্দ মিশিয়ে হয়েছে। সংস্থার বৃদ্ধি যথেষ্ট শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে। সংস্থার নেট প্রফিটে ব্যাপক ধস নামলেও অধিকাংশ ব্রোকারেজ হাউস ওই স্টক কেনার পক্ষেই সওয়াল করেছে। জেফ্রিসের তরফেও কেনার পক্ষেই সওয়াল করা হয়েছে।
(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- রান্না করার ফলে মহিলাদের বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি ! বলছে গবেষণা
আরও পড়ুন:- 2026 আসলে দিল্লি দখলের প্রস্তুতি, মোদি সরকারকে উৎখাতের বার্তা মমতার