Bangla News Dunia, Pallab : বর্তমান যুগে ঘরে ঘরে মোবাইল, ছোট থেকে বড় সকলের হাতে মোবাইল আর সিম কার্ড ছাড়া তো মোবাইল অচল। তবে বর্তমানে যেমন সিম কার্ড কেনার সংখ্যা বেড়েছে তেমনি কিন্তু সিম সংক্রান্ত জালিয়াতিও বেড়েছে। এই জালিয়াতি রুখে দেওয়ার জন্য বর্তমানে সরকার আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করার মত প্রক্রিয়াকে বাধ্যতামূলক করে দিয়েছে নতুন সিম কার্ড কেনার ক্ষেত্রে।
আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে
সিম কার্ড সংক্রান্ত বিধি (Sim Card Rules India) –
বায়োমেট্রিক যাচাই করার পাশাপাশি নতুন সিম কার্ড বিক্রি করার সময় যে সকল দোকানদাররা সিম কার্ড বিক্রি করেন তাদের জন্য কঠিন নিয়ম এসেছে।
দোকানদারদের গ্রাহকদের জারি করা সিমের সংখ্যা পরীক্ষা করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় গ্রাহক বিভিন্ন নামে সিম কার্ড কিনে থাকেন সেটি দোকানদারদের দেখতে হবে।
গ্রাহকের পরিচয় নিশ্চিত করতে ছবিগুলি দশটি ভিন্ন কোন থেকে নিতে হবে। যাতে কোনও ব্যক্তি পৃথক এঙ্গেলে ছবি দিয়ে অন্য নাম দিয়ে সিম তুলতে না পারে।
জরিমানা-
টেলিযোগাযোগ বিভাগ একটি নতুন বিধি দিয়েছে সেই একজন ব্যক্তি সর্বাধিক ৯টি সিম কার্ড কিনতে পারেন।
তবে যদি কেউ এই সীমা অতিক্রম করেন তবে প্রথমবার তাকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় ও পরবর্তীকালে একই কাজ করলে বিধি লঙ্ঘনের জন্য ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়।
জাল নথি দিয়ে সিম কার্ড-
যদি কোনও ব্যক্তি জাল নথি দিয়ে সিম কার্ড কেনেন তাহলে সে ক্ষেত্রে ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে তাকে একসঙ্গে তিন বছরের জেল খাটতে হবে।
কিন্তু আধার কার্ডের নম্বর নিয়েও জালিয়াতি করে অনেক সময় একাধিক সিম কার্ড তোলা হতে পারে। হয়ত কোন একটি ব্যক্তির আধার কার্ড নিয়ে অন্য কোন ব্যক্তি সিম কার্ড তুলে নিলেন। কিন্তু যার আধার কার্ড তিনি জানলেন না, অনেক সময় এমনটা হয়।
আপনার আধার কার্ডে কতগুলি সিম কেনা হয়েছে জানেন তো? যদি না জেনে থাকেন তাহলে নিম্নলিখিত নিয়মগুলি অনুসরণ করুন।
আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও
আপনার আধার কার্ডের নাম্বারে জালিয়াতি করে সিম তোলা হয়েছে কিনা কীভাবে জানবেন?
ক। নিজের আধার কার্ডে কতগুলি সিম কেনা হয়েছে সে সম্পর্কিত তথ্য তাই নিজের কাছে থাকা অবশ্যই জরুরি।
এর জন্য প্রথমে যোগাযোগ অংশীদার পোর্টালে যান। নাগরিক কেন্দ্রিক পরিষেবা বিভাগে ক্লিক করুন। আপনার মোবাইল সংযুক্তি জেনে বিকল্প নির্বাচন করুন, নিজের মোবাইল নম্বর ও ক্যাপচা কোড লিখে দিন।
খ। প্রদত্ত নম্বরে এইবার একটি ও টি পি যাবে, এটি ব্যবহার করে লগ ইন করুন।
গ। এবার নিজের নামে যতগুলি সিম কেনা হয়েছে সেই সমস্ত মোবাইল নাম্বার আপনি আপনার স্কিনে দেখতে পাবেন।
যদি আপনার সিম কার্ড নিয়ে কোন রকম জালিয়াতি হয়ে থাকে তাহলে আপনি উপরিউক্ত পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই তা জানতে পারবেন।