২ মাস পরও মিলল না আর্থিক সাহায্য ! কুম্ভের বিপর্যয় নিয়ে যোগীর ঘোষণা নিছক লোক দেখানো ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- মহাকুম্ভে (Maha Kumbha 2025) পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৩০ জনের। মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন যোগী সরকার। ঘটনার পর দু’মাস কেটে গেলেও ২৫ লক্ষ পেলেন না মৃতের পরিবারেরা। তাহলে কি সেই সময় নিছক লোক দেখানোর জন্য এমনটা বলেছিলেন যোগী (Yogi)? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র।

আরও পড়ুন:- ফুচকা প্রেমীরা আজই সাবধান হোন ! কি বলছেন ডায়েটিশিয়ান ? জেনে নিন

পদপিষ্টে ভুক্তভোগীদের (Stampede victims) পরিবার সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত সকলে টাকা পাননি। কেউ কেউ অবশ্য ৫ লক্ষ টাকা করে পেয়েছেন। বাকিটা আজও মেলেনি। যারা তাদের হাতে ৫ লক্ষ টাকা তুলে দিয়েছেন, তাদের কাছে বাকি টাকার কথা জানতে চাইলে তারা জানান, বকেয়া টাকা কিস্তিতে মিলবে। এদিকে, মেলা কমিটির এক সদস্য বলছেন, প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্র কুমার মানডা মৃতদের পরিবারগুলির অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাঠিয়েছেন। প্রয়োজনে নথি-সহ পরিবারগুলি যোগাযোগ করতে পারে। কিন্তু জেলাশাসকের যোগাযোগ করা হলে তিনি পালটা মেলা কমিটির সঙ্গে যোগাযোগ করতে বলেন।

আরও পড়ুন:- বিরাট সুখবর! ভারতীয় রেলে ১০ হাজার শূন্যপদে নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখুন

অন্যদিকে, মৃতদের তালিকা এখনও পর্যন্ত প্রকাশ করেনি উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার। ঘটনার পর জানানো হয়েছিল ৩০ জন, আজও একই সংখ্যাই শোনা যায়।

আরও পড়ুন:- ATM থেকে টাকা তোলার চার্জ আরও বাড়ছে। কবে থেকে, কত খরচ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন