৩০ লক্ষ কুকুর মেরে রাস্তা পরিষ্কারের সিদ্ধান্ত, তীব্র বিরোধিতা শ্রীদেবী কন্যা জাহ্নবীর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কুকুরের প্রতি বলিউড তারকা জাহ্নবী কাপুরের ভালোবাসার কথা কারও কাছেই অজানা নয়। কুকুর নিয়ে তিনি একটু বেশিই সংবেদনশীল। খুব স্বাভাবিক ভাবে জাহ্নবী যখন মরক্কোতে ৩০ লক্ষ কুকুর হত্যার খবর জানতে পারেন, তখন তিনি প্রতিবাদে গর্জে ওঠেন। CNN স্পোর্টসের এক প্রতিবেদন অনুসারে, মরক্কো ৩০ লক্ষেরও বেশি কুকুর হত্যার পরিকল্পনা করেছে। ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের জন্য রাস্তাঘাট পরিষ্কার করতেই নাকি এমন সিদ্ধান্ত মরক্কোর।

২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে রয়েছে মরক্কোও। যাইহোক রাস্তা পরিষ্কার করতে মরক্কোর ৩০ লক্ষ কুকুর নিধনের সিদ্ধান্ত নিয়ে এখন সরব গোটা বিশ্বই। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই সারা বিশ্বের পশুপ্রেমীরা প্রতিবাদ শুরু করেন। এমনও শোনা যাচ্ছে, মরক্কোর প্রাণী কল্যাণ গোষ্ঠীগুলিও এর বিরুদ্ধে আওয়াজ তুলেছে। এবার জাহ্নবীও তীব্র ভাষায় এর বিরোধিতা করেছেন। এবং কুকুর নিধনের পরিবর্তে অন্য পদ্ধতি অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

৩০ লক্ষ কুকুর মারার খবরে জাহ্নবী কী বললেন?

অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি খবরের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘এটা সত্যি হতে পারে না। ওদের (কুকুরদের) পুনর্বাসনের অনেক উপায় আছে। তাই বলে সবাইকে মেরে রাস্তা পরিষ্কার করা? অপরাধীর দল।’

Janhvi Kapoor Strongly Reacts To Mass Killing Of 3 Million Stray Dogs
জাহ্নবী কাপুরের পোস্ট।

কেন ৩০ লক্ষ কুকুর হত্যা করা হবে?

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ফুটবল বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেয়েই মরক্কো এর প্রস্তুতিতে একেবারে আদা-জল খেয়ে লেগে পড়েছে। বিশ্বকাপের জন্য অংশগ্রহণকারী দলগুলো সহ বাইরের দেশের বহু ফুটবল ভক্তই আসবেন মরক্কোয়। বড় বড় ব্যক্তিত্বরাও থাকবেন। তার জন্য তারা রাস্তাগুলিকে কুকুরমুক্ত করতে চাইছে। তাই ৩০ লক্ষ কুকুর হত্যা করতেও দ্বিতীয় বার ভাবছে না মরক্কো। তবে সারা বিশ্বই মরক্কোর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে।

আরও পড়ুন:- বাজারে এলো Maruti Ertiga 2025 নতুন মডেল, মাত্র ৯৯৯৯ টাকায় ৭সিটের ফ্যামিলি কার। মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্নপূরণ!

আরও পড়ুন:- আগামী বছরেই PAN 2.0 আসছে, প্যান কার্ডে বড়সড় বদল? জানুন বিস্তারিত তথ্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন