৩৬টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে FIR, কিন্তু কেন ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মহাকুম্ভ মেলা ২০২৫-কে কেন্দ্র করে ভুয়ো তথ্য ও বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর চক্রান্ত ফাঁস হয়েছে। সম্প্রতি, কুম্ভ মেলা পুলিশ ৩৬টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে, যারা পাকিস্তানের একটি পুরনো ভিডিওকে মহাকুম্ভের ঘটনা বলে প্রচার করেছিল। ভিডিওতে দাবি করা হয়েছিল যে, একটি বাস নালায় পড়ে গিয়ে ১০ জন শিশু ও পুরুষের মৃত্যু হয়েছে।

ভুয়ো ভিডিওর আসল সত্য
২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম জানতে পারে যে কিছু অ্যাকাউন্ট মহাকুম্ভ মেলা সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে। তদন্তে জানা যায়, এই ভিডিওটি আদতে পাকিস্তানের রাইভিন্ড থেকে লাহোরগামী একটি বাসের দুর্ঘটনার, যা ২০২৪ সালের নভেম্বর মাসে ঘটে। তবে কিছু দুর্বৃত্ত সেটিকে মহাকুম্ভের ঘটনার সঙ্গে জুড়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। কুম্ভ মেলা পুলিশ এবং উত্তরপ্রদেশ পুলিশের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ।

সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ
এই গুজবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুম্ভ মেলা পুলিশ ৩৬টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। অভিযুক্তদের মধ্যে Instagram, Facebook এবং YouTube-এর অনেক ব্যবহারকারী রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম হল:

আরও পড়ুন:- প্রতিমাসে 5000 টাকা দিচ্ছে মোদি সরকার। কিভাবে অনলাইনে আবেদন করবেন, দেখে নিন বিস্তারিত

Sima Yadav, Shyamu Thakur, Arshad Ansari, Sahil Kushwah, Brijesh Yadav, Nabi 00, Its Sanjay Raj, Khushi Kumari, Rambabusinger_100k, Kumar Rk Yadav, Pawan Kumar, Ashok Nayak, Sandeep Kushwaha, Dinesh Rao, Aashish Raikwar, Jai Bhim, Riya Riya, কনহাইয়া জাতভ, Jay Bheem, Yadav Manish, Rajput s.g takur, সালমান খান, Devi.Kashyap, Viral Reels, Manish Yadav, Achchhe Lal, Abha_jaanu_01, Abdul Kadir Raeeni, Kuldeepsingh11, Kuldeep Gupta, Jaunpur Blogger, Manvendra Vilog Ji, Pankaj Yadav 22, Alam Ansari, Prince Mishra, Karan Kumar।

১৩৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা
এছাড়াও, মহাকুম্ভ সম্পর্কিত ভুয়ো ভিডিও ও ছবি পোস্ট করার জন্য মোট ১৩৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ১১টি মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে, যারা এ ধরনের গুজব ছড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের কড়া বার্তা
মহাকুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি লাখ লাখ মানুষের বিশ্বাসের কেন্দ্রবিন্দু। ভুয়ো খবর ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার এই প্রচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসন ও পুলিশ সতর্ক রয়েছে, এবং কড়া নজরদারির মাধ্যমে এমন মিথ্যা প্রচারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছে।

সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ করা আমাদের সকলের দায়িত্ব। আমরা যেন সত্যতা যাচাই না করে কোনো তথ্য বা ভিডিও শেয়ার না করি। মহাকুম্ভের মতো বৃহৎ আয়োজনকে বিশৃঙ্খল করতে যাদের ষড়যন্ত্র, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:- AC-র জন্য মিটারের লোড বাড়াতে কীভাবে আবেদন করবেন, কত টনে-কত টাকা? দেখে নিন এক ক্লিকে

আরও পড়ুন:- ফ্যাক্ট চেক: জুলাই-অগস্টে বাংলাদেশে কোনও সাম্প্রদায়িক হিংসা বা হত্যা হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন