৩ দিনে কতজন পাকিস্তানি ভারত ছাড়লেন ? যারা পারলেন না কী শাস্তি অপেক্ষা করছে তাঁদের ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পহেলগাঁওকাণ্ডের জেরে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। যার জেরে রীতিমতো নাজেহাল পাকিস্তান। তার মধ্যে অন্যতম ভারতে থাকা পাক নাগরিকদের দেশ ছাড়তে বলা। রীতিমতো নির্দেশিকা জারি করে ভারত জানিয়ে দেয়, যারা সার্ক ভিসা নিয়ে ভারতে এসেছে তাদের ৪৮ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে। সেই সময়সীমা শেষ হয়েছে ২৬ এপ্রিল। মেডিকেল ভিসাধারীদের জন্য, দেশ ছাড়ার সময়সীমা ২৯শে এপ্রিল। রবিবারের মধ্যে যারা দেশে এসে ভিসা পেয়েছেন (ভিসা অন অ্যারাইভাল) ব্যবসা, চলচ্চিত্র, সাংবাদিক, ট্রানজিট, সম্মেলন, পর্বতারোহণ, ছাত্র, দর্শনার্থী, দলগত পর্যটক, তীর্থযাত্রী এবং দলগত তীর্থযাত্রী হিসেবে ভিসা নিয়ে যারা ভারতে এসেছেন তাদের দেশত্যাগ করতে হবে। সরকার নির্ধারিত সময়সীমা অনুসারে ভারত ত্যাগ করতে ব্যর্থ হলে, যে কোনও পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হবে, তার বিরুদ্ধে মামলাও করা হবে বলে জানা গেছে। ৪ই এপ্রিল থেকে কার্যকর হওয়া ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট ২০২৫ অনুসারে মামলায় তিন বছর পর্যন্ত জেল অথবা সর্বোচ্চ ৩ লক্ষ টাকা জরিমানা অথবা দুটোই হতে হতে পারে।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) পহেলগাঁওয়ে (Pahalgam) পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসীদের  হাতে ২৬ জন, পর্যটক নিহত হওয়ার পর সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য ভারত ত্যাগ করার বার্তা দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাও শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে দেশ ত্যাগের জন্য নির্ধারিত সময়সীমার পরে কোনও পাকিস্তানি যাতে ভারতে না থাকে সেই বিষয়টি নিশ্চিত করতে বলেছেন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে শায়ের টেলিফোনে কথোপকথনের পর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন মুখ্য সচিবদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেন এবং তাদের অনুরোধ করেন যে, যেসব পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে, তাঁরা যেন নির্ধারিত সময়সীমার মধ্যে ভারত ত্যাগ করেন। এরপর পাকিস্তানিদের ভারত ত্যাগের হিড়িক পড়ে যায়। রবিবার স্বল্পমেয়াদী ভিসাধারীদের জন্য সময়সীমা শেষ হওয়ার পর গত তিন দিনে মোট ৫৩৭ জন পাকিস্তানি নাগরিক আটারি সীমান্ত দিয়ে ভারত ত্যাগ করেছেন। অন্যদিকে

গত তিন দিনে ৮৫০ জন ভারতীয় নাগরিক পাকিস্তান থেকে ভারতে ফিরে এসেছেন। তিনি আরও বলেন যে, শুধুমাত্র রবিবারেই ২৩৭ জন পাকিস্তানি নাগরিক তাদের দেশে ফিরে এসেছেন, যেখানে ১১৬ জন ভারতীয় নাগরিক ফিরে এসেছেন।

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন