Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতীয় রেলের একাধিক স্টক নিয়ে সারা বছরই আগ্রহ থাকে স্টক মার্কেটে লগ্নিকারীদের। এর মধ্যে কয়েকটি স্টক থেকে ইতিমধ্যেই মোটা অঙ্কের রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীদের একাংশ। সোমবারও রেলের একটি স্টক নিয়ে লগ্নিকারীদের আগ্রহ থাকবে বলে জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। ওই সংস্থার নাম রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)। সম্প্রতি ৪৪৭ কোটি টাকার কাজের বরাত পেয়েছে রেলের এই সংস্থা। শুক্রবার আরভিএনএল-এর তরফে এই ঘোষণা করা হয়েছে। এর পর সোমবার খুলবে বাজার। সেই ট্রেডিং সেশনে ওই স্টকের দামবৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।
RVNL Work Order
রেল বিকাশ নিগম লিমিটেড ভারতীয় রেলের একটি স্টক। এই সংস্থা সম্প্রতি দিল্লি মেট্রোর থেকে নতুন কাজের বরাত পেয়েছে। দিল্লির সাতটি মেট্রো স্টেশনের ভায়াডাক্ট তৈরি করবে আরভিএনএল। সেই সঙ্গে রয়েছে কিছু রক্ষণাবেক্ষণের কাজ। এই প্রকল্প রূপায়নে খরচ হবে ৪৪৭ কোটি ৪২ লক্ষ ৪৮ হাজার ৭৫৭ টাকা।
RVNL Share Price
সম্প্রতি রেলের এই স্টকের পারফরম্যান্স খুব একটা উল্লেখযোগ্য নয়। গত কয়েক সপ্তাহে বেশ খানিকটা দাম কমেছে। শেষ ট্রেডিং সেশনে ১.৭০ শতাংশ কমে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই স্টকের দাম হয়েছে ৩৭৪.৯৫ টাকা। গত সপ্তাহে প্রায় ২ শতাংশ কমেছে এই স্টকের দাম। গত এক বছরের নিরিখেও প্রায় ৪০ শতাংশ দাম কমেছে আরভিএনএল-এর। কিন্তু গত ২ বছরে ২১৪ শতাংশ রিটার্ন মিলেছে এই স্টক থেকে। গত তিন বছরে ১১১০ শতাংশ রিটার্ন পেয়েছেন এই স্টকের লগ্নিকারীরা। গত পাঁচ বছরে রিটার্ন এসেছে ১৮৪৭ শতাংশ।
( Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- ২১ জুলাই রাস্তায় সমস্যায় পড়লে কী করবেন? জানালেন কলকাতার সিপি।
আরও পড়ুন:- পুঁই শাক কারা খাবেন না, খেলে কি কি ক্ষতি হয় ? জেনে রাখুন